স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূর আলী, শিক্ষক আলিমুল ইসলাম, মৃদুল দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রমুখ।