স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা, সিচনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনু রঞ্জন মজুমদার ও ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জলি রানী তালুকদারের কন্যা সুলুতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্রী সেঁজুতি মজুমদার শ্রুতি ৩টি বৃত্তি পেয়েছে৷
শ্রুতি এবছর এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুল মেধাতালিকায় ৩য়, আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলা পর্যায়ে ১ম ও কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেডে জেলা পর্যায়ে ১৩ তম স্থান অধিকার করে সফলতার সাক্ষর রাখে।
সেঁজুতি মজুমদার শ্রুতি ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। মেয়ের এমন সাফল্যে পিতা-মাতা গর্বিত। তারা মেয়ের জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। শ্রুতি তার এমন অর্জনে শিক্ষক, পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সে সবার আশীর্বাদ ও দোয়া প্রার্থী।