বিশেষ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের বাসিন্দা সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাবিদ মাস্টার আব্দুর রউফ আর নেই৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাতে সিলেটর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷
রবিবার(১০ নভেম্বর) জোহরের নামাজের পর জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ৪ মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, মরহুমের পুত্র আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, এডভোকেট আজিজুর রউফ বিপ্লব, ব্যাংকার মতিউর রউফ চয়ন, মিসবাউর রউফ জীবন, মিজানুর রউফ সুলভ ও মাহমুদুর রউফ দুর্লভ সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লি প্রমুখ৷
এদিকে মাস্টার আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।