স্টাফ রিপোর্টার::
দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের অনুপস্থিতিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিষ্কার করছেন। শিক্ষার্থীদের এই ভূমিকায় সাধারণ মানুষ প্রশংসা করছেন।পথচারীরা তাদের বাহবা দিচ্ছেন।
শুক্রবার( ৯ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলা সদরের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শিক্ষার্থীদের এমন কার্যক্রমের চিত্র দেখা গেছে।
এদিকে কর্মসূচির অংশ হিসেবে সজ্জন রাজনীতিবিদ সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে নিয়ে বৃক্ষরোপণ করেন শিক্ষার্থীরা। এসময় তাদের প্রশংসা করেন তিনি৷
ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা
বলেন, দেশকে এখন গোছানোর পালা। যেহেতু এই মুহূর্তে পুলিশ বা ট্রাফিক পুলিশও নেই। তাই আমরা রাস্তায় যাতে যান চলাচলে সমস্যা না হয় তাই আমরা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি।