রবিবার(২৩ জুন) বিকেলে শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী(প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে উপজেলা আ.লীগ আয়োজিত বর্ণাঢ্য র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
এম এ মান্নান আরও বলেন, শেখ হাসিনা হাওরের মানুষকে মায়া করেন৷ তার আশ্রয়-প্রশ্রয়, স্নেহ, ভালোবাসায় আমি সুনামগঞ্জের উন্নয়নে কাজ করেছি৷ আরও করবো৷ একটা কৃষি ইন্সটিটিউটের জন্য আমি কাজ করছি। একটা ইঞ্জিয়ারিং কলেজ স্থাপন করার স্বপ্ন আছে আমার। পাশাপাশি শান্তিগঞ্জ উপজেলা সদরে একটি পূর্ণাঙ্গ সরকারি গার্লস স্কুল ও মহিলা কলেজ স্থাপনের চিন্তা আছে। সবাইকে নিয়ে এই শান্তিগঞ্জকে একটি শিক্ষিত,স্মার্ট উপজেলা করতে চাই৷
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, তেরাব আলী ও জ্যোতিভূষণ তালুকদার ঝন্টুসহ প্রমুখ৷ এসময় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ আওয়ামীলীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিকেলে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হিজলবাড়ি থেকে হাজারো নেতাকর্মী নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মিছিলে মিছিলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা এসে মিলিত হয়ে।