শুক্রবার, ১০ মে ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
রাজানগর ইউনিয়নের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

রাজানগর ইউনিয়নের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নুরুল হক::

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৩ নং রাজানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এফআইভিডিবি—আরইসিসি প্রকল্পের সহযোগিতায় রাজানগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক জুয়েল, বিভিন্ন ওয়ার্ড মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বারসহ দুর্যোগ ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন এফআইভিডিবি—আরইসিসি প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট—কমুনিকেশন এন্ড এ্যাডভোকেসী এবং ফিল্ড অফিসারবৃন্দ। এফআইভিডিবি—আরইসিসি প্রকল্পের পক্ষ থেকে গ্রাম পর্যায়ের জলবায়ু ঝঁুকি ব্যবস্থাপনা কমিটি কর্তৃক দুর্যোগ সম্পর্কিত সমস্যা চিহ্নিতকরণসহ এবং ওয়ার্ডসভা ও বাজেট সভায় দুর্যোগ মোকাবেলায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরার প্রস্তাবনাসমূহ বিভিন্ন বিষয় তুলে ধরেন জাহানপুর জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির (সিআরএমসি) সদস্য নাসিমা আক্তার। কর্মশালায় জানানো হয় যে এফআইভিডিবি—আরইসিসি প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ গ্রামীণ জনগোষ্ঠির কৃষি, খাদ্য সুরক্ষা এবং জীবিকার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলিতে সহনশীলতা বৃদ্ধি করা। এ উদ্দেশ্য বাস্তবায়নে প্রকল্পটি বেশ কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার মধ্যে রয়েছে ক্লাইমেট ফিল্ড স্কুল পরিচালনা করা, জলবায়ু নির্ভরশীল কৃষি প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা, গ্রামভিত্তিক জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এ্যাকশন প্ল্যান প্রণয়ন করা এবং এ্যাকশন প্ল্যানের উপর ভিত্তি করে উদ্ভাবনী কর্মসূচী বাস্তবায়ন করা। জলবায়ুনির্ভরশীল কৃষি প্রযুক্তি প্রদর্শনী স্থাপন ও ওয়ান স্টপ “কৃষি পরিষেবা কেন্দ্র” স্থাপন করে কৃষকদের দুর্যোগ ও জলবায়ু সংক্রান্ত তথ্য জানানোর কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে কর্মএলাকায় গ্রামভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে যারা তাদের গ্রাম পর্যায়ের ঝঁুকিসমূহ শনাক্ত করে ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড সভায় উপস্থাপন করা হয়েছে। উপস্থিত সদস্যরা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকান্ডসহ প্রকল্পের অন্যান্য কার্যক্রম বিষয়ে প্রশ্ন করেন এবং প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট তাদের প্রশ্নের উত্তর দেন। ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে এফআইভিডিবি হাওর এলাকার জনগোষ্ঠীর জন্য জলবায়ু ঝুকি ব্যবস্থাপনা, জৈব পদ্ধতিতে চাষাবাদসহ বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। আগামীতে এধরনের কর্মশালার উদ্যোগ স্থানীয় সরকার কাঠামোতে সচেতনতামূলক ইতিবাচক প্রভাব ফেলবে বলে সকলে আশা করেন। পরিশেষে কর্মশালায় সহযোগিতার জন্য এফআইভিডিবিকে ধন্যবাদ জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com