শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
কুরবাননগর ইউপিতে জনপ্রিয়তার শীর্ষে আবুল বরকত

কুরবাননগর ইউপিতে জনপ্রিয়তার শীর্ষে আবুল বরকত

স্টাফ রিপোর্টার:

তৃতীয় ধাপে সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে আগামী ২৮ শে নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় শহরতলীর কুরবাননগর ইউপি’তে চলছে চেয়ারম্যান প্রার্থীদের সরগরম প্রচার-প্রচারনা। সকল চেয়ারম্যান প্রার্থী প্রচারনা চালালেও এ ইউনিয়নে জনপ্রিয়তায় অনেকটা এগিয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল বরকত। তিনি কুরবাননগর ইউনিয়নে পরপর দুইবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জনগণের একতরফা রায়ে কোন প্রার্থীই তার সাথে তেমন প্রতিদ্বন্ধিতা গড়ে তুলতে পারেনি। টানা দুইবারই তিনি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেন। এ বছর তিনি মোটরসাইকেল প্রতিক নিয়ে ভোটযুদ্ধে লড়ছেন। অনেক ভোটারদের সাথে একান্তে আলাপকালে তাদের অভিমত জানা যায়, এ বছরও তিনি জণগনের রায়ে নির্বাচিত হবেন। এ ব্যপারে কথা হলে মাইজবাড়ী গ্রামের ভোটার বাহার উদ্দিন বলেন, আমরা একজন সৎ, সাহসী, নির্লোভ ও যোগ্য প্রার্থীকে আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করতে চাই। আর এ সকল গুণে গুণান্বিত মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আবুল বরকত। তিনি আমাদের একজন পরীক্ষিত চেয়ারম্যান। তাই আমরা আবারো তাকে বিপুল ভোটে বিজয়ী করতে চাই। গোধারগাঁও গ্রামের ভোটার শামীম আহমেদ বলেন, একজন সৎ ও বিনয়ী মানুষকে নির্বাচিত করাই আমাদের মত ভোটারদের লক্ষ্য। আবুল বরকত একজন সৎ ও যোগ্য প্রার্থী। তিনি দীর্ঘ ১১ বছর ধরে ইউনিয়নবাসীর সেবায় নিয়োজিত ছিলেন। এই দীর্ঘ সময়ে সুনামগঞ্জের কোন মিডিয়া তার বিরুদ্ধে কোন দুর্নীতি বা গরীবের হক মেরে খাওয়ার অভিযোগ তুলতে পারে নি। এ থেকেই বুঝা যায় উনি কতটা সৎ। তাই আমরা এই সৎ মানুষটাকে হারাতে চাই না। আমরা আবারো উনাকে বিপুল ভোটে বিজয়ী করতে চাই। হামিলপুর গ্রামের তানজিল আহমেদ জানান, দীর্ঘ ১১টা বছর ধরে আমরা আবুল বরকতকে দেখছি। তিনি সব সময় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। রাত-বিরাতে যে কোন সময় কোন সমস্যায় পড়ে তাকে স্বরণ করলেই তিনি ছুটে চলে আসেন। এ রকম জনদরদী, সৎ ও নির্লোভ মানুষকে আমরা কোন মতেই হারাতে চাই না। তিনি স্লোগান দিয়ে বলেন, আবুল বরকতকে হারালে, কাঁদতে হবে আড়ালে। তাই আমরা কাঁদতে চাই না। আমরা আবারো উনাকে নির্বাচিত করতে চাই। এ ব্যপারে কথা হলে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আবুল বরকত বলেন, কুরবাননগর ইউনিয়নবাসীর কাছে আমি চিরঋণী। তারা আমাকে পরপর দুইবার তাদের আমানত ভোট প্রদানের মাধ্যমে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি তাদের সেই আমানতের খেয়ানত করিনি। ভোর সকাল থেকে গভীর রাত্রি পর্যন্ত আমি চেষ্টা করেছি তাদের সেবায় নিয়োজিত থাকতে। আমি সমবণ্টনের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করেছি। যে সকল অসমাপ্ত কাজ রয়ে গেছে সেগুলো সমাপ্ত করতে কুরবাননগরবাসী আমাকে সুযোগ করে দিবেন আমি শতভাগ আশাবাদী। এ ইউনিয়নের প্রতিটা মানুষ আমাকে ভালবাসে। আমিও আমৃত্যু পর্যন্ত তাদের পাশে থাকতে চাই। তাদের সেবা করতে চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com