শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
‘মানবহিতৈষী’ গুণীজন সম্মাননা পেলেন শান্তিগঞ্জের ৩ জন

‘মানবহিতৈষী’ গুণীজন সম্মাননা পেলেন শান্তিগঞ্জের ৩ জন

স্টাফ রিপোর্টার::

প্রাণঘাতি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংকট সময়ে মানবতার সেবায় বিশেষ অবদানের জন্য মানবহিতৈষী গুণীজন সম্মাননা পেয়েছেন দৈনিক সুনামগঞ্জের খবর, দৈনিক জাগ্রত সিলেট ও দৈনিক আমার সংবাদের শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার। তাঁর সাথে শান্তিগঞ্জ উপজেলার প্রবাসী মোসাদ্দেক রায়হান বাবু ও সাংবাদিক জামিউল ইসলাম তুরানও এ সম্মাননা পেয়েছেন। হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ, সিলেট বিভাগের আয়োজনে শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারসহ বিভাগের ৪৫ জন ব্যক্তিকে এ সম্মানতা প্রদান করা হয়।

হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের মহাসচিব এডভোকেট রেজাউল করিম খানের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কামারুজ্জামান মাসুমের পরিচালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যাল (সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)-এর উপাচার্য প্রফেসর ডা. মুর্শেদ আহমদ চৌধুরী।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইংল্যান্ড প্রবাসী আখতার হোসেন, হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের যুগ্ম-মহাসচিব এমদাদুর রহমান, রাজনীতিবিদ ও মানবাধিকার সংগঠক তপন মিত্র, প্রবাসী মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন খান ও সমাজকর্মী সাবের হোসেন চৌচির।

পরে, কোভিড-১৯ মহারির সময় সমাজের বিভিন্নস্থর থেকে বিশেষ অবদান রাখার জন্য ৪৫ ব্যক্তির হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এসময় সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com