শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
শিক্ষক আছে, শিক্ষার্থী নেই

শিক্ষক আছে, শিক্ষার্থী নেই

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ শিক্ষার্থীর অভাবে ৮ বছর যাবত পটুয়াখালীর দশমিনা উপজেলার ১৪৫নং বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ। বিদ্যালয়ের ৪ জন শিক্ষক নদী পার হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর ও গল্প করে চলে যান। বছরের পর বছর এভাবেই চলছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের (হাওর,বাওর ও চরাঞ্চলে শিক্ষা বঞ্চিত এলাকায় ১৫০০ বিদ্যালয়) আওতায় পটুয়াখালীর দশমিনায় চরবোরহান, চরশাহজালাল, চরহাদী ও চর বাঁশবাড়িয়ায় মোট ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

জাতীয়করণ, প্রধান শিক্ষকসহ ৪ জন শিক্ষক নিয়োগ দেওয়ার পর ১৪৫নং চরবাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

২০১২ সালে চর বাঁশবাড়িয়ায় দেশের সর্ববৃহৎ বীজ বর্ধন খামার প্রতিষ্ঠিত হয়। বীজ বর্ধন খামারের জন্য চরের ১ হাজার ৪৪ একর জমি অধিগ্রহণ করা হয়। জমি অধিগ্রহণের কারণে চর বাঁশবাড়িয়ার মানুষ পরিবার পরিজন নিয়ে মূল ভূখণ্ডে ফিরে যান। এতে এলাকাটি শিক্ষার্থী শূন্য হয়ে পড়ে।

বর্তমানে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. এনায়েত করিম, মো. মোশারফ হোসেন ও মো.ইয়াছিন দায়িত্ব পালন করছেন। কিন্তু বিদ্যালয়টিতে একজন ছাত্র-ছাত্রীও নেই। তবুও প্রতি বছর বিদ্যালয়ে মেরামতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়।

সূত্র জানায়, চলতি বছরের ১৫ মার্চ সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদ হোসেন বিদ্যালয়টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেন। অন্যদিকে, পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছাইয়াদুজ্জামান বিদ্যালয়টি প্রয়োজন নেই উল্লেখ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে লিখিত অবহিত করেন ।

কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ৬ সেপ্টেম্বর পুনরায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর বিদ্যালয়টির প্রয়োজন নেই জানিয়ে লিখিতভাবে অবহিত করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম বলেন, নদী পথে যাতায়াতের কোনো মাধ্যম না থাকায় বিদ্যালয়টিতে কোনো শিক্ষার্থী নেই।

দশমিনা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বিদ্যালয়টিতে শিক্ষার্থী না থাকার বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com