শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বসুন্ধরা আইসোলেশন সেন্টার ‘উধাও’ হয়নি, সফট্ টার্গেটে আঘাত হচ্ছে:

বসুন্ধরা আইসোলেশন সেন্টার ‘উধাও’ হয়নি, সফট্ টার্গেটে আঘাত হচ্ছে:

বসুন্ধরা আইসোলেশন সেন্টার ‘উধাও’ হয়ে গেছে বলে কিছু মিডিয়া খবর প্রকাশ করছেন,অথচ স্বাস্হ্য অধিদপ্তর থেকে বার বার বলা হয়েছে দীর্ঘদিন রোগী না থাকায় সরকারের খরচ কমাতে এটি বন্ধ করে এর সকল যন্ত্রপাতি ও জনবল অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।মহামারিতে প্রয়োজনের তাগিদে দেশে দেশে উপযুক্ত স্হানে আইসোলেশন সেন্টার খোলা হয়,আবার পরিস্থিতি স্বাভাবিক হলে সেটি গুটিয়ে নেয়া হয়,এটাই স্বাভাবিক। এই লেখা যখন লিখছি তখনই জানতে পারলাম দিল্লীতে রোগী বেড়ে যাওয়ায় এখন থেকে পাঁচতারকা হোটেল গুলোকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হবে,আবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেগুলো নিশ্চয়ই হোটেল রুপে ফিরবে।আইসোলেশন সেন্টার আর হাসপাতাল এক নয়,অথচ ইচ্ছাকৃতভাবে বলা হচ্ছে বসুন্ধরা হাসপাতাল উধাও হয়ে গেছে,এমনভাবে বলা হচ্ছে যেনো সংশ্লিষ্ট কর্তপক্ষ এটি ভাগ বাটোয়ারা করে নিজেরা মেরে দিয়েছেন! অথচ বাস্তবতা ভিন্ন, দীর্ঘদিন অব্যবহিত থাকার ফলে একদিকে যেমন সরকারের বিপুল অংকের আর্থিক ক্ষতি হতো অন্যদিকে তাবুর নিচে থাকা এর যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতো,তখন আবার এই রিপোর্টারই এর সমালোচনা করে খবর প্রকাশ করতেন। করোনার এই মহামারিতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্হ্যকর্মীরা যেখানে প্রায় ছুটিবিহীন লাগাতার কাজ করে যাচ্ছেন, সেখানে তাদের উপযুক্ত প্রশংসা না করে চটকদার শিরোনামে সংবাদ প্রকাশ করে প্রকারান্তরে মনোবল ভেঙ্গে দেয়া হচ্ছে। স্বীকার করতে দ্বিধা নেই যে সংবাদকর্মীরা অনেক প্রতিকূলতা সত্ত্বেও কাজ করে যাচ্ছেন, উনারাই সত্যকে তুলে আনছেন, সাংবাদিকগণের সাথে চিকিৎসা কর্মীদের সম্পর্ক নিবিড়ভাবে জড়িত, আপনাদের দু কলম উৎসাহপূর্ণ লেখনি স্বাস্হ্যকর্মীদের সর্বদাই প্রেরণা যোগায়। স্বাস্হ্য প্রশাসকদের সফট্ টার্গেট বানিয়ে কিছু মিডিয়া কাটতি বাড়াতে ব্যস্ত(সকল মিডিয়া নন),অথচ উনারা ক্ষমতাধর অন্যদের ক্ষেত্রে বাসায় পাওয়া চল্লিশ লাখ টাকার উৎস নিয়ে চুপ থাকেন বা স্বযতনে এড়িয়ে যান। নি:সন্দেহে প্রথম সারির মেধাবীরাই চিকিৎসা পেশায় আসেন, সে তুলনায় সরকারি চাকরিতে চিকিৎসকদের সুবিধা কি অন্য ক্যাডারের ধারেকাছে আছে! অধিদপ্তর চাইলেই হাজার হাজার আইসিইউ বেড স্হাপন করতে পারবেনা, কারণ এর জন্য যে প্রশিক্ষিত জনবল দরকার তা খুব নেই। স্বাস্হ্য খাতে অন্যান্য দেশ জিডিপির কত শতাংশ ব্যয় করে আর বাংলাদেশে কত শতাংশ করা হয় সে হিসাব নিন, প্রশিক্ষিত ও বিশেষজ্ঞ জনবল তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্হা নিলেই হয়তো এই ধরণের সংকট মোকাবেলা করা যাবে। এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্টদের যথাযথ মর্যাদা দেয়া একান্তই প্রয়োজন।

লেখক: ডা.জসিম উদ্দিন শরিফী
ভাইস প্রেসিডেন্ট,২৮ তম বিসিএস স্বাস্হ্য ক্যাডার এসোসিয়েশন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com