রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ডাঃ লুৎফর রহমানের উপর হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সমাবেশ

ডাঃ লুৎফর রহমানের উপর হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক::

জামালপুর সদরের ইউএইচএফপিও ডাঃ লুৎফর রহমানের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ইউএইচএফপিও ফোরাম সিলেট বিভাগের আয়োজনে পরিচালক (স্বাস্হ‍্য),সিলেট বিভাগের কার্যালয়ে বিভাগীয় কো অর্ডিনেটর ডা:মনিসর চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলার সমন্বয়ক ডা.আহমেদ সিরাজুম মুনির রাহিলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সমন্বয়ক ডা.জসিম উদ্দিন শরিফী, হবিগঞ্জ জেলার সমন্বয়ক ডা.ইশতিয়াক মামুন, মৌলভীবাজার জেলার সমন্বয়ক ডা.বিরেন্দ্র ভৌমিক।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডা.মোয়াজ্জেম আলী,ডা.আব্দুর রহমান মুসা,ডা.চৌধুরী জালালুদ্দীন মোর্শেদ সহ সিলেট বিভাগের সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারগণ।

সভায় ৭ দফা দাবি জানান হয়। দাবিগুলো নিম্নরূপ

১.কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচির সাথে/ দাবীগুলোর সাথে একাত্মতা ঘোষণা করা হয়,

২.ফোরামের পক্ষ থেকে সচিব মহোদয়/স্বাস্হ‍্য মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করে দাবীগুলো বাস্তবায়নের জন‍্য উদ‍্যোগ নেওয়ার বিষয়ে একমত পোষণ করা হয়,

৩.স্বাস্হ‍্য প্রতিষ্ঠান বা এ সংক্রান্ত যেকোনও আইনশৃঙ্খলা বিষয়ক ব‍্যপারে উপজেলা পর্যায়ে UHFPO ও জেলা পর্যায়ে সিভিল সার্জন স‍্যারদের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর/থানা কর্তৃপক্ষের জবাবদিহিতা থাকতে হবে/অনুমতি সাপেক্ষে ব‍্যবস্হা নিশ্চিত করতে হবে।

৪.অবিলম্বে সকল স্বাস্হ‍্য প্রতিষ্টানে নিরাপত্তারক্ষী নিয়োজিত করতে হবে..
৩১ বেড হাসপাতালে ১২ জন ৫০ বেড হাসপাতালে ২০ জন

৫.UHFPO সহ সকল পদে ভারপ্রাপ্ত পদায়ন বন্ধ করতে হবে,নিয়মিত (চার মাস পরপর)ডিপিসি করে পদোন্নতি দিতে হবে,বর্তমানে পদায়িত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি দিয়ে নিয়মিত করতে হবে এবং প্রশাসনিক পদে পদায়ন করার পূর্বে প্রশিক্ষণ এর ব‍্যবস্হা করতে হবে,

৬.চিকিৎসক বান্ধব চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে,

৭.ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এ UHFPO এর অবস্থান সুনির্দিষ্ট করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com