শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় জেলার দক্ষিণ সুনামগঞ্জেও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২০ পালিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিবসটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করেন। দিবসের প্রথম প্রহরে দক্ষিণ সুনামগঞ্জে ভোরে ৩১ বার তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দক্ষিণ সুনামগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সহ উপজেলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, আব্দুল মজিদ কলেজ,উদীচী শিল্পী গোষ্ঠি ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ দক্ষিণ সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ন করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বীর মুক্তিযোদ্ধা গণকে সংর্বধনা ও আলোচনা অনুষ্ঠানে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সুনন্দা রায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার , উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা বিরাজ রঞ্জুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান,তথ সেবা কর্মকর্তা শাপলা আক্তার,নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম,প্রকল্প কর্মকর্তা শাহাদাত হোসেন ভুইয়া,আওয়ামীলীগ নেতা জি এম সাজ্জাদুর রহমান,পল্লী সঞ্চয় ব্যবস্হাপক রফিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও জাতির সূর্যসন্তান, জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযুদ্ধে রনাঙ্গনে শহীদ বীর মুক্তিযোদ্ধা যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, অর্জিত এই স্বাধীনতা ও বিজয় দিবস, সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ। লাল সবুজের পতাকায় পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের অভ্যুদয় ঘটে সেই সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় আরও উপস্হিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, উপজেলা উচ্চ মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী,উপজেলা, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির,দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার, সহ-কমান্ডার মসদ আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,
,বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যবৃন্দ,
সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com