বুধবার, ০৮ মে ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সিলেটে বাড়লো আরও ৭৩ করোনা রোগী, আক্রান্ত ৭ চিকিৎসক

সিলেটে বাড়লো আরও ৭৩ করোনা রোগী, আক্রান্ত ৭ চিকিৎসক

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষায় মঙ্গলবার (২১ জুলাই) আরও ৭৩ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। অর্থাৎ- সিলেট বিভাগে বাড়লো আরও ৭৩ করোনা রোগী। তারা সিলেটের চার জেলার বাসিন্দা। এদের মধ্যে কয়েকজন চিকিৎসকও রয়েছেন।

বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, মঙ্গলবার ওসমানীর পিসিআর ল্যাবে করা টেস্টগুলোর মধ্যে ৭৩টি রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৫৬ জন, হবিগঞ্জ ও সুনামগঞ্জের ৪ জন করে ৮ জন এবং মৌলভীবাজারের ৯ জন। এদের মধ্যে ৭ চিকিৎসকও রয়েছেন।

এদিকে, সিলেট জেলার ৫৬ জনের মধ্যে ৩৫ জন মহানগরী  ও সিলেট সদর উপজেলার বাসিন্দা। এছাড়াও দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার একজন করে, গোলাপগঞ্জের ৫, বিশ্বনাথের ৪, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের ৩ জন করে এবং জকিগঞ্জের ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

অপরদিকে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় মঙ্গলবার আরো ৩৮ করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সুত্রঃ সিলেটভিউ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com