বুধবার, ০৮ মে ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
করোনায় মৃত্যু বেড়ে ১ লাখ ৯১ হাজার

করোনায় মৃত্যু বেড়ে ১ লাখ ৯১ হাজার

অনলাইন ডেস্কঃ  
করোনাভাইরাসে মৃত্যুর মিছিল বাড়ছেই। আক্রান্তের সংখ্যাও নিয়ন্ত্রণে আসছে না কিছুতেই। সারাবিশ্বে কোভিড ১৯-এ মৃত্যু বেড়ে ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।
করোনাভাইরাসে প্রাণহানি ও আহতদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে।
আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ২৫ হাজার ৯২০ জনে। তাদের মধ্যে বর্তমানে ১৭ লাখ ২৯ হাজার ৮৮৪ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৬৭৮ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৪৫ হাজার ৭৪১ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এটি বাংলাদেশেও থাবা বসিয়েছে।
কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বাংলাদেশে আরও সাতজনের মৃত্যুর কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরও ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com