শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অভিযোগ

জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অভিযোগ

বিশেষ প্রতিনিধি জগন্নাথপুর:: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুনামগঞ্জের জগন্নাথপুর শাখার ক’জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ উঠেছে। প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার সহ ক’জন কর্মকর্তার বিরুদ্ধে একাধিক গ্রাহকদের কাছথেকে অভিযোগ পাওয়া গেছে। ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে অভিযোগে জানাযায়, ব্যাংকের পক্ষথেকে নববর্ষ ২০২০ সালের ক্যালেন্ডার বিতরণ শুধু ব্যাংকে যারা বড় অংকের লেনদেন করেন তাদের জন্য এবারের ক্যালেন্ডার, ব্যাংকে অল্প লেনদেনকারীর জন্য ক্যালেন্ডার নয় বলে ব্যাংকের ম্যানেজার শহীদ উল্লাহর বিরুদ্ধে এমন অভিযোগ করেন উপজেলার একাধিক গ্রাহকরা। ব্যাংকের গ্রাহক উপজেলার কলকলিয়া ইউনিয়নের জুবায়ের অাহমদ জানান, নিয়মিত পিন নাম্বারে প্রবাস থেকে তাহার ভাই টাকা পাঠান ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখায়, কিন্তু তিনি নববর্ষের ক্যালেন্ডার চাইলে ব্যাংকের এক কর্মকর্তা জানান একাউন্টে লাখ টাকা না থাকলে এবারের ক্যালেন্ডার দেওয়া হচ্ছে না। ব্যাংকের গ্রাহক জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুরের রিয়াজ অাহমদ তোফায়েল জানান- ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার বর্তমান ম্যানেজার বড় বড় ধনী গ্রাহক দেখে ক্যালেন্ডার বিতরণ করছেন, অার সাধারণ গ্রাহকরা ক্যালেন্ডার চাইলে বলছেন ক্যালেন্ডার অল্প দেওয়া সম্ভব নয়, বিশেষ গ্রাহকদেরকে দিতে হবে। জগন্নাথপুর উপজেলা মানবাধিকারের এক কর্মী জানান- ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার মুহাম্মদ শহীদ উল্লাহর

সাথে যাদের ব্যাক্তিগত সম্পর্ক রয়েছে তাদেরকে একাধিক ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। অথচ এই ব্যাংকে যাদের বছরে লাখ লাখ টাকার লেনদেন হচ্ছে কিন্তু ব্যাংকের ম্যানেজার মুহাম্মদ শহীদ উল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে তারাও ২০২০ সালের ক্যালেন্ডার থেকে বঞ্চিত হচ্ছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর জগন্নাথপুর শাখার ম্যানেজার মুহাম্মদ শহীদ উল্লাহর সাথে সরাসরি এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি জানান- ব্যাংকে যাদের একলক্ষ টাকা জমা রয়েছে অথবা সারা বছরে একলক্ষ টাকার লেনদেন হয়েছে তাদেরকে এবারের নববর্ষের ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। একলক্ষ টাকার নিম্ন জমা বা লেনদেনকারীর জন্য এবারের ক্যালেন্ডার নয়। জগন্নাথপুর শাখার ম্যানেজার মুহাম্মদ শহীদ উল্লাহর ক্যালেন্ডার বিতরণে এমন স্বজনপ্রীতি অাচরণে ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার অতীতের সব সুনাম অার ঐতিহ্য বিনষ্ট হচ্ছে বলে মনে করছেন সচেতন জগন্নাথপুরবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com