বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
চার শ হয়ে গেল রাসেলের

চার শ হয়ে গেল রাসেলের

স্পোর্টস ডেস্কঃ  
টি-টোয়েন্টিতে চার শ ছক্কা মারার মাইলফলক টপকে গেলেন আন্দ্রে রাসেল। আজ বিপিএলে কুমিল্লার বিপক্ষে মাইলফলকটির দেখা পান রাজশাহীর এ ক্যারিবিয়ান তারকা
ব্যাটসম্যান ব্যাটিংয়ে নামলে কথা হয় তাঁর খেলার ধরন নিয়ে। তবে ব্যতিক্রমও আছে। সেটি ক্রিস গেইল, থিসারা পেরেরা কিংবা আন্দ্রে রাসেলরা ব্যাটিংয়ে নামলে। তাঁদের খেলার ধরন দেখে অনেকেই ভাবতে পারেন, আচ্ছা তাঁরা কী খেয়ে মাঠে নামেন?
একটা ভালো বলকে গায়ের জোরে সীমানাছাড়া করতে পারেন এসব ব্যাটসম্যান। রাসেলের কথাই ধরুন, আজ বিপিএলে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলেছেন ২১ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস। মাটি কামড়ে সীমানা পার করা কোনো শট নেই। তবে বাতাসে ভাসিয়ে সীমানা পার করেছেন চারবার, মানে ৪টি ছক্কা। শেষ দিকে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়েই ৪ উইকেটে ১৯০ রান তুলেছে রাজশাহী। এ ইনিংসটি দিয়ে দারুণ এক মাইলফলকেরও দেখা পেলেন রাজশাহীর ক্যারিবিয়ান অধিনায়ক।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চসংখ্যক ছক্কা মারার রেকর্ড ৩১ বছর বয়সী রাসেল ছুঁতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। কারণ ৯৬৬ ছক্কা নিয়ে রেকর্ডটি গড়া গেইলের থেকে রাসেল এখনো বিস্তর ব্যবধানে পিছিয়ে। তবে আপাতত যেখানে আছেন, সে জায়গাটাই অনেকের কাছে ঈর্ষণীয়। টি-টোয়েন্টিতে আজ ৪০০ ছক্কা মারার মাইলফলক টপকে গেলেন রাসেল। কুমিল্লার মুখোমুখি হওয়ার আগে তাঁর ছক্কাসংখ্যা ছিল ৩৯৭। আজ ৪ ছক্কায় সংখ্যাটা দাঁড়াল ৪০১। ৩১২ ম্যাচ খেলে এ ছক্কার সংগ্রহ তাঁর।
এ সংস্করণে রাসেলের ওপরে রয়েছেন চার ক্রিকেটার—গেইল, কাইরন পোলার্ড, ব্রেন্ডন ম্যাককালাম ও শেন ওয়াটসন। ৪০০ ম্যাচে ৯৬৬ ছক্কা মেরেছেন গেইল। পোলার্ড ৬৪৭ ছক্কা মেরেছেন ৪৯৬ ম্যাচে। ৪৮৫ ছক্কা মারতে ৩৭০ ম্যাচ খেলেছেন ম্যাককালাম। ওয়াটসন ৩১৭ ম্যাচে মেরেছেন ৪৩১ ছক্কা। তবে শীর্ষ এ পাঁচ ‘ছক্কাবাজ’-এর মধ্যে রাসেলের স্ট্রাইকরেটই সবচেয়ে বেশি (১৭০.২৪)। আর মুখোমুখি হওয়া প্রতি ৭.৫৬ বলেই একটা ছক্কা মারেন গেইল। এমনকি গেইলও এ ক্ষেত্রে অনেক পিছিয়ে তাঁর চেয়ে। টি-টোয়েন্টির রাজার প্রতি ছক্কা হাঁকাতে ৯.২৬ বল দরকার হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com