শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
শ্রাবনধারায় মগ্নস্নানে- হারান পাল।।

শ্রাবনধারায় মগ্নস্নানে- হারান পাল।।

হারান পাল

বর্ষার বৃষ্টিতে দুজনেই একসাথে কলেজ থেকে বের হবে হঠাৎ নীলা রেগে গেল, রাজের গালে সজোরে এক চড় খসে দিয়ে একাই ছাতা নিয়ে চলে গেল। আকাশের বুকে ভেসে বেড়ানো কালো কালো মেঘমালা রাজের কষ্টকে সঙ্গ দিল, রাজ অশ্রুজলে শ্রাবনধারায় মগ্নস্নানে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে। রাজ গত তিন বছরে একটা দিন্ও নীলার সাথে কথা না বলে থাকতে পারেনি। নীলা ছিল প্রচন্ড জেদি টাইপের একটা মেয়ে প্রায়ই রাজের উপর রেগে যেত, অনেক সময় কোন কারন ছাড়াই। তাদের তিন বছরের রিলেশন সেদিন নীলা তিন মিনিটেই শেষ করে দিল। রাজ অনেক বার বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়, নীলা ছিল নাছোড়বান্দা কিছুতেই রাজি হল না বলল এখানেই সবকিছুর ইতি। নীলা রাজকে মাঝে মধ্যে বকা ঝকা করত কিন্তু সেদিনের মত কোনদিন্ও কিছু বলেনি। রাজ সারাটাদিন অঝড় শ্রাবনের ধারায় ভিজে ভিজে্ও নীলার জন্য অপেক্ষা করছিল। নীলা আর কোনদিন্ও ফিরবে না এটা রাজ কখন্ও বিশ্বাস করতে পারেনি। সেদিন রাতে অসুস্থ শরিরে অশ্রুসিক্ত নয়নে রাজ ভীষন একাকিত্বের চাপ নিয়ে বাড়ি ফিরে যায়। রাজ অনেকবার নীলার ফোনে ট্রাই করতে থাকে কিন্তু নাম্বারটা সুইচ অফ দেখাচ্ছে। সামান্য একটা ব্যাপার নিয়ে সেদিন নীলা সব শেষ করে চলে যাবে রাজ কল্পনা্ও করেনি। রাজের ভালোবাসার কোন মূল্যই নেই আজ নীলার কাছে। এই নীলার জন্যই রাজ তার জীবন বাজি রেখেছিল, নীলা যা চাইত রাজ সবসময় তার সাধ্যমত চেষ্টা করত পূরন করার। নীলা চলে যাবার পর রাজের জীবনটা থমকে গেল, রাজ একা বৃষ্টিতে ভিজত আর নয়ন জলে বুক ভাসাতো। চিরচেনা সেই কলেজ ক্যাম্পাস, পৃথিবীর আকাশ বাতাস সব কিছুই এখন রাজের কাছে কেমন জানি অচেনা মনে হত। রাজের বার বার মনেপরে কেবলই নীলার সাথে কাঠানো সব সোনালী অতীত।

একদিন নীলার একটা এক্সিডেন্ট হয়েছিল, রাজ নীলার কোন এক বান্ধবীর ফোন পেয়ে পাগলের মত দৌড়ে গিয়েছিল মেডিক্যাল। ডাক্তার ইনঞ্জেকশন দিয়ে বললেন কিছুক্ষণের মধ্যে যদি জ্ঞান না ফিরে তো রুগীকে বাঁচানো মুসকিল হবে, নীলার পরিবারের সবাই খুব দুশচিন্তায় ছিল। রাজকে দেখে নীলার বাবা কাঁদতে শুরু করলেন, রাজ বলল আংকেল কাঁদবেন না ঈশ্বর নীলাকে দ্রুত সুস্থতা দান করবেন। রাজ তখন আই.সি.ইউ. রুমে ঢোকে নীলার পাশে গিয়ে তার হাতটা ধরতেই নীলা রাজকে বুকে জড়িয়ে কাঁদতে শুরু করল, রাজ শান্তনা দিল বলল সব ঠিক হয়ে যাবে। নীলা বলল তোমার বুকে মাথা রেখে আমার মৃত্যু হল্ওে স্বর্গসুখ লাভ করব, রাজ বলল তুমি পুরোপুরিই ঠিক আছ মনোবল শক্ত রাখ কিচ্ছু হবে না। রাজ ডাক্তারকে ডাকল, ডাক্তার বললেন বাহ! রোগীর কন্ডিশন অনেক ভালো আপনারা চাইলে এখনই বাড়ি নিয়ে যেতে পারবেন। এই কি সেই নীলা যে রাজকে ছাড়া অন্যকোন কিছুই কল্পনা করতে পারত না। আজ রাজ কি করে তার নীলাকে ভুলে যাবে, যারসাথে তিনটা বছর সে ছিল, যাকে নিয়ে ভবিষেৎ সুখের সংসার করার স্বপ্ন বুনত। নীলা একদিন বলেছিল রাজ যদি তুমি আমায় কোনদিনও ছেড়ে যাও সে দিনই হবে আমার জীবনের অন্তিম দিন। কত রোদ বৃষ্টি ঝড়েও দুজন দুজনার পাশে ছিল একে অন্যের পরিপূরক হয়ে। আজ নীলা হয়তো ভালোই আছে, অন্যকারো সাথে হয়তো নতুন স্বপ্ন বুনছে! নীলা ছিল অনেক অহংকারী সে ভাঙবে তবোও মচকাবেনা, সে বৃষ্টিতে ভিজতে অনেক ভালোবাসত প্রায়ই দুজন একসাথে বৃষ্টিতে ভিজে স্নান করত। রাজ আ্জ্ও ভুলতে পারেনি তার সোনালী অতীত, আজ কেবলই রাজ একা ভীষন একা! রাজ আজ্ও কাঁদে নীলার জন্য তবো্ও রাজ শ্রাবনধারায় মগ্নস্নানে অশ্রুসিক্ত নয়নে পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নিকট হাতজোর করে পুনঃ পুনঃ প্রার্থনা করে ঈশ্বর যেন সদা-সর্বদা তার নীলাকে ভালো রাখেন।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com