বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সুনামগঞ্জে তিন দিনে তিন খুন!

সুনামগঞ্জে তিন দিনে তিন খুন!

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: সুনামগঞ্জ সদর উপজেলার তিন ইউনিয়নে তিন দিনে তিনজন খুনের ঘটনা ঘটেছে। তিন খুনের ঘটনায় সুনামগঞ্জে আতংক সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে আতংকের কোন কারণ নাই। অপরাধী যেই হোক তাদের গ্রেফতার করা হচ্ছে। পৃথক তিন ঘটনার সাথে জড়িত ৭জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। জানা যায়, গত শনিবার ভোরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপ্তাবনগর ইউনিয়নের ব্রাম্মনগাও (খালের আগা) আব্দুর রউফ নামের এক ব্যক্তিকে পিঠিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পর অবস্থা আশংখাজনক থাকায় কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় গত রবিবারে মারা যায়। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। খুনের ঘটনায় ১৪জনকে বিবাদী করে মামলা দায়ের করে নিহতের মামা কালাই মিয়া। এ ঘটনা প্রধান আসামীসহ ১২ আসামী এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এ দিকে গত বৃহস্পতিবার সন্ধায় শহরের সড়ক ও জনপথ বিভাগের সম্মুখে সরকারী রাস্তায় হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের নেতা আজাদ মিয়া দুর্বৃত্তের আঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে শারীরিক অবস্থা আশংখাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানীতে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজাদ মিয়া গত রবিবারে মারা যায়। এ ঘটনায় মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যানসহ ১২জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় উকিল আলী নামের একজনকে আটক করে পুলিশ। অপর দিকে গত রবিবার রাতে জাহাঙ্গীর নগর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জয়নাল আবেদীনকে খুন করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করে। ঘটনার সাথে সরাসরি জড়িত সেলিম মিয়াকে গ্রেফতার করার পর তার দেয়া তথ্য মতে খুনের কাজে ব্যবহৃত ছুরাও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়  এবং খুনীদের গ্রেফতার করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে ৬জনকে আসামী করে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। এ ব্যাপারে পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান জানান, তিন স্থানে তিনটি খুনের ঘটনা ঘটেছে সত্যি কিন্তু ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তবে হাওর আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার রহস্য উদঘাটনে কিছুটা সময় লাগছে।

সূত্র: হাওরাঞ্চলের কথা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com