শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
মুরারিচাঁদ কবিতা পরিষদ কর্তৃক কুইজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরারিচাঁদ কবিতা পরিষদ কর্তৃক কুইজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: ভাষার মাসে শহীদদের প্রতি সম্মান জানিয়ে ষষ্ঠবারের মতো ‘৫২ প্রশ্নে ২১ পুরস্কার’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে এম.সি কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘মুরারিচাঁদ কবিতা পরিষদ’। সোমবার (১১ ফেব্রুয়ারি) কলেজের একাডেমিক কাম পরিক্ষা ভবনে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় কলেজের একাদশ, দ্বাদশ ও অনার্স, মাস্টার্সের প্রায় আড়াইশো’র অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাহেদা আখতার, সহকারী অধ্যাপক জনাব সুনীল ইন্দু অধিকারী, সহকারী অধ্যাপক জনাব শেখ মো. নজরুল ইসলাম, মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি সুমন পাল, সাধারণ সম্পাদক সজল মালাকার প্রমুখ। কবিতা পরিষদের এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রশংসা করেন সংগঠনের উপদেষ্টা ড.সাহেদা আখতার। এসময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে ছেলেরা এ ধরনের আরো আয়োজন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিযোগিতার বিষয়ে সংগঠনের সভাপতি সুমন পাল বলেন, ভাষার মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের এ আয়োজন। বাংলা ভাষা ও ভাষার ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। আগামীতেও “৫২ প্রশ্নে ২১ পুরষ্কার” প্রতিযোগিতার ধারা চলমান থাকবে। পূর্ব পাকিস্তানের মুখের ভাষা বাংলা কেড়ে নেয়ার ষড়যন্ত্রে প্রতিবাদমুখর বাঙালীরা ১৯৫২ সালে মায়ের ভাষা রক্ষার সংগ্রামে লিপ্ত হয়। পরবর্তীতে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে জাতিসংঘ। মুরারীচাঁদ কবিতা পরিষদ মহান ২১ ফেব্রুয়ারির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

এমসিকিউ পদ্ধতির এ কুইজ প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২০-২২ ফেব্রুয়ারি ক্যাম্পাসে আয়োজিত বইমেলার শেষ দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কবিতা পরিষদ সাধারণ সম্পাদক সজল মালাকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com