শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সিলেট-তামাবিল মহা সড়কের গেইটলক বাসে যাত্রীবেসে অজ্ঞানপার্টির হানা

সিলেট-তামাবিল মহা সড়কের গেইটলক বাসে যাত্রীবেসে অজ্ঞানপার্টির হানা

জৈন্তাপুর প্রতিনিধি- সিলেট-তামাবিল মাহা সড়কের গেইটলক বাস সার্ভিসের ১যাত্রী অজ্ঞান পাটির কবলে পড়েছে। গুরুত্বর আহতবস্থায় জৈন্তাপুর বাস ষ্টেশন হতে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে সিলেট এম.এ.জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। জৈন্তাপুর বাসষ্টেশন ম্যানাজার সূত্রে জানাযায় ২৮ জানুয়ারী বিকাল ৩টায় সিলেট সুবহানিঘাট হতে গোইটলক বাস নং সিলেট-জ-১১-০৯০৫ বাস যাত্রা শুরু করে বিকালা সাড়ে ৪টায় জৈন্তাপুরে পৌছে। যাত্রার শুরুতে ৩জন টিকেটদারী যাত্রী গাড়ীতে উঠেনি৷ পরে ৩জন যাত্রী রেখেই গেইট লক সার্ভিসের বাসটি জাফলংয়ের উদ্দ্যেশে ছেড়ে আসে।এদিকে দরবস্ত পৌছার পর পর যাত্রীদের টিকেট চেকিংয়ের সময় বাসের হেলপার গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের সমসুল আলীর ছেলে আব্দুল আলী (২৫) কে ঘুমন্ত দেখতে পেয়ে জাগানোর চেষ্টা করেন। যাত্রী সিটে পড়ে গেলে অন্যান্য যাত্রীরা আব্দুল আলীকে অজ্ঞান অবস্তায় দেখতে পায়। তারা দ্রুত জৈন্তাপুর বাস ষ্টেশনে পৌঁছে স্থানীয় ষ্টেশন ম্যানোজার সহযোগিতায় যাত্রীর পরিবারের নিকট খবর পৌছান এবং অজ্ঞান যাত্রীকে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান। যাত্রীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে প্রেরন করে। এদিকে অজ্ঞান যাত্রীর পকেটে ২লক্ষ টাকা পাওয়া যায়। অপরদিকে খবর পেয়ে যাত্রীর ভাই দ্রুত জৈন্তাপুরে পৌছে ভাইকে নিয়ে সিলেটের উদ্দ্যেশে যাত্রা করেন। তিনি জানান সিলেট একটি ব্যাংক হতে ৩লক্ষ টাকা উত্তোলন করে তামাবিল আসছিলে তার ভাই। বাসে অজ্ঞানপাটির কবলে পড়ে।

জৈন্তাপুর বাস ষ্টেশন ম্যানোজার আব্দুস সোবহান জানান- বাস চালকের কথা মতে অজ্ঞান পাটির সদস্যরা তিনটি টিকেট করেছিল। তারা যাত্রীবেশে গাড়ীতে অবস্থান করে যাত্রীকে অজ্ঞান করে টাকা লুট করে এসময় হয়ত অন্য কোন যাত্রী গাড়ীতে উঠে পড়লে অজ্ঞান পাটির সদস্যরা বাস থেকে ছিটকে পড়ে। বাস ছাড়ার পূর্ব মুহুত্ব পর্যন্ত ঐ ৩টি সিট খালি অবস্থায় গাড়ী গস্তব্যের উদ্দ্যেশে ছেড়ে আসে কিন্তু যাত্রীরা গাড়ীতে উঠেনি। তাদের ধারনা যাত্রীবেশে অজ্ঞান পাটির সদস্যরা গেইটলকে টিকেট করে বাসে হানা দিয়ে টাকা নিয়ে পালিয়েছে। কিন্তু অন্য যাত্রীরা বাসে উঠে পড়ায় তারা বাকী টাকা নিতে পারেনি। যাত্রীর সাথে প্রাপ্ত ২লক্ষ টাকা যাত্রীর ভাইকে বুঝিয়ে দিয়েছেন বাস ম্যানোজার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com