শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
রাধারমণের মতো গুনীদের আমরা স্মরণ করব: প্রতিমন্ত্রী এমএ মান্নান

রাধারমণের মতো গুনীদের আমরা স্মরণ করব: প্রতিমন্ত্রী এমএ মান্নান

নিজস্ব প্রতিবেদক :: বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১০৩ তম প্রয়ান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি।

তিনি বলেছেন – আওয়ামী লীগ সরকারের শাসনামলে সারাদেশে সামগ্রিক উন্নয়নবৃদ্ধির পাশাপাশি জ্ঞানীগুনীদের কদর বেড়েছে। রাধারমণ দত্ত বাংলাদেশের লোক সংস্কৃতির অহংকার। তাঁর মতো গুনীদের আমরা স্মরণ করব। রাধারমণ দত্তের জন্মভূমিতে রাধারমন কমপ্লেক্স অবশ্যই স্থাপন করা হবে।’

সংগঠনের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পাল এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, পৌরসভার প্যানেল মেয়র সফিকুল হক, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, কাউন্সিলর দেলোয়ার হোসাইন, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আনহার মিয়া মুন্না, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খাঁন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়া পাঠান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন সহ সহস্রাধিক বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com