রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
শনিবার সাপ্তাহিক ‘ছুটিই থাকছে’ প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু কাল, স্বপ্ন পূরণে হাওরপাড়ে খুশির ঢেউ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবীতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী  ৪০০ কেজির মিষ্টি কুমড়ায় নৌকা বানিয়ে ভাসালেন নদীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কি না, জানা যাবে শনিবারের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত উসাইন বোল্ট হিট অ্যালার্ট আরও ৩ দিন, মে’র প্রথম সপ্তাহে বৃষ্টির আভাস বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২’
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জৈন্তাপুরে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

জৈন্তাপুরে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

নাজমুল ইসলাম, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি- সারাদেশের ন্যায় ৪র্থ বারের মত সিলেটের জৈন্তাপুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝাঁক জমক পূর্ণভাবে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ৪ অক্টোবর সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রশান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেলা প্রঙ্গনে গিয়ে শেষ হয়। এদিকে উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী মিলে মোট ৫২টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের নানা উন্নয়ন মূলক তথ্য চিত্র প্রদর্শন করে সহ সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের মধ্যে অবহিত করছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম উন্নয়ন মেলা-২০১৮ অংশগ্রহনকারী ষ্টল সমুহ পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সহকারী কমিশনার(ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মইনুল জাকির, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাদক্ষ্য শাহেদ আহমদ, নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জাতীয় শ্রমিকলীগ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি ফারুক আহমদ, সাবেক উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাদির, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমুহের প্রধানগন, রাজনৈতিক ও সামাজিক সংঘটনের প্রধানগন উপস্থিত ছিলেন।

এদিকে জৈন্তাপুরে উন্নয়ন মেলায়-২০১৮ মেলার প্রথম দিনের আগত দর্শনার্থীদের নজর কাড়ে উন্নয়ন মেলায় অংশ গ্রহনকারী ৫২টি প্রতিষ্ঠানের মধ্যে উপজেলা ভূমি অফিস। মেলায় অংশগ্রহন ও সেবা প্রদানের জন্য উপজেলা ভূমি অফিস মেলা প্রঙ্গনে ভূমি উন্নয়ন কর আদায়, জমি নামজারি, ভূমি সংক্রান্ত নানা প্রকার সেবা মেলা প্রঙ্গনে থেকে দিয়ে যাচ্ছে।

এবিষয়ে মেলা প্রঙ্গনে ভূমি কর দিতে আসা আব্দুল কুদুছ জানান- দীর্ঘ দিন ইউনিয়ন ভূমি অফিসে ভূমিকর দিতে গিয়ে দিনের পর দিন ঘুরতে হয়েছে। কোন কোন সময় রেজিষ্টার-২,৩ না থাকার ফলে আমরা যথা সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারিনি। আজ উন্নয়ন মেলা আয়োজকদের কারনে খুব সহজে ঝামেলা মুক্ত ভাবে মেলা প্রঙ্গনে উন্নয়ন কর পরিশোধ করতে পেরে আমি আনন্দিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com