শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বঙ্গবীর এম,এ,জি ওসমানী – স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অন্যতম স্থপতি

বঙ্গবীর এম,এ,জি ওসমানী – স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অন্যতম স্থপতি

আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামটা আসলে প্রথমেই সামনে চলে আসে বাঙ্গালীর বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধের ইতিহাস। আর মুক্তিযুদ্ধের ইতিহাস আসলেই সামনে চলে আসে সেই সব বীর পুরুষদের নাম যারা তাদের নিজের জীবনের মায়াকে তুরি মেরে উড়িয়ে দিয়ে গুরুত্ব দিয়েছিলেন নির্যাতিত নিপিরীত বাঙ্গালীর মুক্তিকে এবং চিনিয়ে এনে দিয়েছিলেন বাঙ্গালীর পরম কাঙ্খীত স্বাধীনতার রক্তিম লাল সূর্য। সদ্দ্যোজাত,বিধ্বস্ত, নিঃস্ব বাংলাদেশটাকে পরম মমতায় নিজ হাতে গড়েতুলে একটি পরিণত অবস্থায় নিয়ে গিয়েছিলেন নিজ সন্তানের মত। সেই সব অকুতুভয় বীর সেনানীদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর, জেনারেল, মোহাম্মদ আতাউল গণি ওসমানী। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখা এবং স্বাধীনতাউত্তর বাংলাদেশকে পূনর্গঠন করতে যে ব্যক্তি তার জীবনের অতি মূল্যবান সময় ব্যায় করেছেন। দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে করতে যিনি নিজের দিকে একটু খ্যালই দিতে পারেননি, সারা জীবন অবিবাহিত থেকেছেন, ঘর সংসারের জন্য নির্ধারিত সময়টুকুন যিনি নির্দ্বিধায় দেশের জন্য দেশের মানুষের মঙ্গলের জন্য ব্যায় করেছেন এমন ব্যক্তিত্বকেই কি না আজ আমরা অবহেলা করছি…! ভুলতে বসেছি…! তাকে নিয়ে নানান ষড়যন্ত্র করছি…! তাকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মানতে অস্বীকার করছি…! তার মৃত্যুবার্ষিকীটাও আমরা রাষ্ট্রীয় মর্যাদায় পালন করতে দ্বিধাবোধ করছি…! জন্মবার্ষিকীতেও তাকে স্মরণ করছিনা…! বর্তমান প্রজন্মকে তার সাথে পরিচয় করিয়ে দিতে বই পুস্তকে বা পাঠ্যসূচিতে তাকে অন্তর্ভুক্ত করতে দ্বিধাবোধ করছি…! ভাবতেই অবাক লাগে। আমি তখনই মর্মাহত হই যখন আমাদের দেশের মহান স্থপতিদের নিয়ে ঘৃণ্য রাজনীতি করতে দেখি। কেন মহান এমন মানুষজন কি আমাদের হীন রাজনীতির গন্ডির বাইরে থাকতে পারেন না…? আমরা কি পারি না তাদেরকে আমাদের সকল সংকীর্ণতার ঊর্ধ্বে স্থান দিতে…? আজ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমি এই মহান বীর সেনানীর পরিচয় সহ তাকে নিয়ে তৈরী হওয়া কিছু বিতর্কিত প্রশ্নের সঠিক জবাব তুলেধরার চেষ্টা করেছি।

ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১লা সেপ্টেম্বর সুনামগঞ্জে। তাঁর পৈত্রিক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার (বর্তমানে ওসমানীনগর থানা) দয়ামীরে। তাঁর পিতা খান বাহাদুর মফিজুর রহমান, মাতা জোবেদা খাতুন। খান বাহাদুর মফিজুর রহমানের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছেলে ওসমানী। ওসমানীর জন্মের প্রাক্কালে ১৯১৮ সালে খান বাহাদুর মফিজুর রহমান তৎকালীন আসামের সুনামগঞ্জ সদর মহকুমায় সাব-ডিভিশনাল অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন৷ তাঁদের বসবাস ছিল সুনামগঞ্জ সদরেই। এখানেই জন্ম হয় ওসমানীর।
পিতার চাকরির সূত্রে তাঁর শৈশব-কৈশোর কেটেছে বিভিন্ন জায়গায়। তাই কিছুদিন পর বদলির আদেশ নিয়ে সুনামগঞ্জ থেকে চলে যেতে হয় গোহাটিতে৷ আর সেখানেই ওসমানীর প্রাথমিক শিক্ষার শুরু হয়৷ ১৯২৩ সালে ‘কটনস্ স্কুল অব আসাম’-এ ভর্তি হন তিনি ৷ লেখাপড়ায় যে তিনি খুবই মনোযোগী ছিলেন তার প্রমাণ হলো স্কুলের প্রত্যেক পরীক্ষায় প্রথম হতেন৷ ১৯৩২ সালে ওসমানী সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুল এ ভর্তি হন ৷ তৎকালীন সময়ে সিলেটের এই স্কুলটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল৷ ১৯৩৪ সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন অসাধারণ কৃতিত্বের সাথে৷ সমগ্র ব্রিটিশ ভারতে তিনি প্রথম স্থান লাভ করেন৷ এই অসাধারণ কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার এম. এ. জি. ওসমানীকে প্রাইওটোরিয়া পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করে। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন ১৯৩৮সালে।  ওসমানী’র নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে এক একজন সেনাবাহিনীর অফিসারকে নিয়োগ দেয়া হয়। বিভিন্ন সেক্টর ও বাহিনীর মাঝে সমন্বয়সাধন করা, রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ রাখা, অস্ত্রের যোগান নিশ্চিত করা, গেরিলা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা – প্রভৃতি কাজ সাফল্যের সাথে পালন করেন ওসমানী। ১২ এপ্রিল থেকে এম. এ. জি. ওসমানী মন্ত্রীর সমমর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন৷ রণনীতির কৌশল হিসেবে প্রথমেই তিনি সমগ্র বাংলাদেশকে ভৌগোলিক অবস্থা বিবেচনা করে ১১টি সেক্টরে ভাগ করে নেন এবং বিচক্ষণতার সাথে সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে থাকেন৷ পাকিস্তানি সেনাবাহিনী ছিল দক্ষ এবং সংখ্যায় অনেক বেশি৷ এই বিবেচনায় ওসমানীর রণকৌশল ছিল প্রথমে শত্রুকে নিজেদের ছাউনিতে আটকে রাখা এবং তাদেরকে যোগাযোগের সবগুলো মাধ্যম হতে বিছিন্ন করে রাখা৷ এজন্য এম. এ. জি. ওসমানী মে মাস পর্যন্ত নিয়মিত পদ্ধতিতে যুদ্ধ পরিচালনা করেন৷ মে মাসের পর তাঁর মনে হয় প্রয়োজনের তুলনায় অনেক কমসংখ্যক সৈন্য নিয়ে শত্রুকে ছাউনিতে আটকে রাখা গেলেও ধ্বংস করা সম্ভব নয়৷ এ বিষয়টি তিনি সরকারকে জানিয়ে যুদ্ধে কৌশলগত পরিবর্তন আনেন৷ প্রাক্তন ইপিআর এর বাঙালি সদস্য, আনসার, মোজাহেদ, পুলিশ বাহিনী ও যুবকদের নিয়ে একটি গণবাহিনী বা গেরিলাবাহিনী গঠন করেন।[৩]

মুক্তির সংগ্রামে এম, এ. জি. ওসমানীর হাতে কোনো নৌবাহিনী ছিল না। তবে নিয়মিত নৌবাহিনীর কিছু অফিসার এম. এ. জি. ওসমানীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন৷ তাছাড়া ফ্রান্সের জলাভূমিতে থাকা পাকিস্তানের ডুবোজাহাজের কিছু সংখ্যক কর্মীও মুক্তিবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন৷ কিছুদিন পর এম. এ. জি. ওসমানী তাদের এবং কিছু সংখ্যক গেরিলা যুবক নিয়ে একটি নৌ-কমান্ডো বাহিনী গঠন করেন। আগস্টের মাঝামাঝিতে তাঁরা নদীপথে শত্রুর চলাচল প্রায় রুদ্ধ করে দেন। নৌবাহিনী গঠনের ফলে একটা বড় ধরনের সংকটের অবসান হলেও দেশ স্বাধীন হবার আগে আগে আরও একটা সঙ্কট এম. এ. জি. ওসমানী অনুভব করেন। সেটা হচ্ছে তাঁর হাতে কোনো বিমানবাহিনী ছিল না। শেষের দিকে দুটি হেলিকপ্টার, ও একটি অটার আর তাঁর নিজের চলাচলের জন্য একটি ডাকোটা নিয়ে ছোট্ট একটি বিমানবাহিনী গঠন করেছিলেন তিনি৷

রাজনীতিতে যোগদান: অনেক নেতৃবৃন্দ ওসমানীকে রাজনীতিতে যোগদান করার জন্য অনুরোধ জানান। কিন্তু ওসমানী উপমহাদেশীয় রাজনীতিতে মিথ্যাচারিতা, স্বেচ্ছাচারিতা, অনিয়মতান্ত্রিকতা ইত্যাদির কারণে রাজনীতিতে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে জাতীয় স্বার্থে বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ১৯৭০ সনের জুলাই মাসে তার রাজনৈতিক মতাদর্শের উপর কতিপয় বিষয়ে বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ আলোচনার পর তিনি আওয়ামীলীগে যোগদান করেন। বঙ্গবন্ধুর শেখ
মুজিবুর রহমানের সঙ্গে একাত্ম হয়ে কাজ করায় তাঁদের নেতৃত্বে সাড়া দিয়ে দেশের সকল শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে দলে দলে আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৭০ সনের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে জনগন বিপুল ভোটে
আওয়ামী লীগকে জয়ী করেন। বঙ্গবীর ওসমানী নিজেও সত্তরের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ ও বিশ্বনাথসহ চার এলাকা প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক: কর্ণেল ওসমানীর ডাকে বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধা ইউনিটগুলোর কমান্ডারগণ ৪ঠা এপ্রিল ১৯৭১ সিলেট বিভাগের তেলিয়াপাড়া চা-বাগানে এক গোপন বৈঠকে মিলিত হন।
উক্ত তারিখে এ ঐতিহাসিক বৈঠকে সভাপতিত্ব করেন কর্ণেল( অবঃ) এম এ জি ওসমানী। বৈঠকে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল এম. এ. রব, মেজর জিয়াউর রহমান, মেজর খালেদ মোশাররফ, মেজর শফিউল্লাহ, মেজর কাজী নুরুজ্জামান, কর্ণেল সালেহউদ্দিন, মোহাম্মদ রেজা, মেজর শাফায়াত জামিল, মেজর মঈনুল হোসেন চৌধরী মেজর নূরুল ইসলাম, মেজর মবিন চৌধুরী, ভারতীয় বি.এস.এফ প্রধান মি. রুস্তমজি ও ব্রিগেডিয়ার পান্ডেসহ আরও অনেক সামরিক ব্যক্তি। এই ঐতিহাসিক বৈঠকেই মুক্তিযোদ্ধা কমান্ডারগণ সর্বসম্মতিতে কর্ণেল ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মনোনীত করেন। ১৯৭১ খ্রিস্ট্রাব্দের ৭ মার্চে ঢাকার রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণ দেন। ১৯৭১ সালে ১০ এপ্রিল
কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় এক আ¤্রকাননকে মুজিব নগর নাম দিয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই মুজিব নগরে সরকার গঠনের পর সরকারি উচ্চ পদস্থ কর্তকর্তাদের শপথ গ্রহণ করা হয়। অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর ১৯৭১ সালে ১২ এপ্রিলে এক ঘোষণায় কর্ণেল ওসমানীকে মুক্তিবাহিনী গঠন করা ও মুক্তিযুদ্ধ
পরিচালনার দায়িত্ব দিয়ে একজন কেবিনেট মন্ত্রীর পদ মর্যাদায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে বাংলাদেশের সকল সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করেন। একাত্তরের ঐ শপথ গ্রহণ
অনুষ্ঠানে ওসমানীকেও শপথ গ্রহণ করানো হয়। অতঃপর
জাতির প্রতি দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার মহম্মদ আতাউল গণি ওসমানীকে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর স্বাধীনতার পর থেকে কর্ণেল পদ থেকে জেনারেল পদে উন্নীত করেন এবং ১৯৭২
খ্রিস্টাব্দের ৭ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর লাভ করেন।

জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধকালীন সময়ে সর্বাধিনায়কের দায়িত্ব পালন করতে গিয়ে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে সেক্টর
কমান্ডার নিয়োগ করেন। গোটা মুক্তিবাহিনীকে তিনি তিনটি বিগ্রেড ফোর্সে বিভক্ত করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন নিজ দক্ষতা ও কৌশল প্রয়োগ করে তিনি মুক্তিবাহিনীকে সুসংগঠিত করেন। তিনি দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা দান করে গেরিলাযোদ্ধাদের এবং
প্রয়োজনে নিয়মিত পর্যবেক্ষণও করতেন। পাক সেনারা যুদ্ধের পর যুদ্ধে দুর্বল হয়ে পরাজিত হতে বাধ্য হয়। বাংলার মানুষ স্বাধীনতার সূর্য দেখতে পায়। অতঃপর ১৯৭১ খ্রিস্ট্রাব্দের ১৬ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। মুক্তিযুদ্ধে শহীদ হয় প্রায় ৩০ লক্ষ বাঙ্গালী, সম্ভ্রম হারায়, প্রায় দুই লক্ষ মা-বোন, সাধারণ জনমানবের মালামালের ব্যাপক ক্ষতি সাধন হয়। ওসমানী অত্যন্ত বীরত্বের সাথে জীবন বাজি রেখে তিনি বাংলাদেশের প্রতিটি অঞ্চল সফর করে জাতির বিজয়কে ত্বরান্বিত করায় জাতির পক্ষ থেকে বাংলাদেশ সরকার জেনারেল এম এ জি ওসমানীকে ‘বঙ্গবীর’ উপাধিতে ভূষিত করেন। তিনি ছিলেন এই মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রাণ পুরুষ।

পাকবাহিনীর আত্মসমর্পন: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে পাকিস্তানী বাহিনী আনুষ্ঠানিকভাবে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ডের অধিনায়ক লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট আত্মসমর্পন করে। এর ফলে পূর্ব পাকিস্তান হয় বর্তমান
আজকের স্বাধীন বাংলাদেশ। এই আত্মসমর্পন অনুষ্ঠানে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী অনুপস্থিত ছিলেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানী উপস্থিত না থাকার কারণ ছিল আর্মি প্রোটোকল। আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে
উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্ব অঞ্চলে অধিনায়ক লে. জেনারেল জগজিৎ সিং অরোরা। অন্যদিকে পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন পাকিস্তানী সেনাবাহিনীর পূর্ব ফ্রন্টের প্রধান লে. জেনারেল মিয়াজী। এরা দুই জনই ছিল আঞ্চলিক প্রধান। অন্যদিকে ওসমানী ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তাই সেনা বাহিনীর প্রটোকল রক্ষার্থে কোন সেনাবাহিনীর আঞ্চলিক প্রধানের সাথে তিনি কোন
অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন না। বঙ্গবীর ওসমানী নিজেই এ বিতর্কেও জবাব দিয়ে গেছেন।

মন্ত্রসভার সদস্য: বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ১৯৭২ সালের ১০ এপ্রিল মন্ত্রী সভায় যোগদান করেন। বঙ্গবীর ওসমানী ১৯৭২ সনের ১২ এপ্রিল বাংলাদেশ সরকারের জাহাজ চলাচল,অভ্যন্তরীন নৌ ও বিমান মন্ত্রী কেবিনেটের সদস্য হিসাবে শপথ গ্রহন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জেনারেল এম এ জি ওসমানী ১৯৭৩ সনের ৭মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিকে শতকরা ৯৪% ভোটে
পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশের কেবিনেট মন্ত্রী পদে পুনঃনিয়োগের পর পূর্বের মন্ত্রণালয় ছাড়া কিছু দিনের জন্য ডাক, তার ও টেলিফোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

মন্ত্রীসভা, আওয়ামীলীগ ও সংসদ সদস্য পদ থেকে
পদত্যাগ : ১৯৭৫ সনের ২৫ জানুয়ারি সংসদীয় গণতন্ত্রের বিলুপ্তি ঘটিয়ে একদলীয় শাসন ‘বাকশাল’ প্রতিষ্ঠাকালীন ওসমানী তীব্র প্রতিবাদ জানান এবং বিফল হয়ে সংসদ সদস্য পদ, মন্ত্রীত্ব এবং আওয়ামীলীগ
হতে পদত্যাগ করেন।

নতুন রাজনৈতিক দল গঠন ও গণতন্ত্র : বঙ্গবীর ওসমানী ১৯৭৬ সালে ৫ সেপ্টেম্বর তাঁর স্বপ্ন ‘সংসদীয় গণতন্ত্র’ পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে “জাতীয় জনতা পাটি” নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। তার রাজনৈতিক মতাদর্শ বিস্তারিতভাবে তিনি ‘গণনীতির রূপ রেখা’ নামে প্রণীত বইতে লিখেছেন। ‘সন্ত্রাসমুক্ত সমাজ, অস্ত্রমুক্ত শিক্ষাঙ্গণ, দুর্নীীতমুক্ত প্রশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সংসদীয় গণতন্ত্রের বিকল্প নেই। “গণতন্ত্রের বিকল্প হচ্ছে সেনা শাসক। উর্দিপরা সেনা শাসকরা
পাকিস্তানে গণতন্ত্র ধ্বংশ করেছে। বাংলাদেশেও যেন এর উদ্ভব না হয়”-বলেছেন ওসমানী। একজন সেনা শাসক হয়েও গণতন্ত্রের প্রতি তার এমন অবিচল আস্তা গোটা জাতিকে একটি সুনিদিষ্ট লক্ষ্য ও আর্থসামাজিক নীতির ভিত্তিতে সুসংহত করে নতুন দল গঠন করে
হতাশামুক্ত করার জন্য গণতন্ত্রের প্রতি তার আকৃষ্ঠ করেছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে এবং অনেক রক্তের বিনিময়ে দেশে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে। ইহা ওসমানীরই অবদান। নির্বাচনে হেরে গেলেও এটি তার রাজনৈতিক বিজয়।

ওসমানীর অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট ও নতুন প্রজন্ম : ওসমানীর জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করলে দেখা যায় তাঁর চরিত্রে দুইটি দিক ছিল। বজ্রের মত কঠিন আবার কুসুমের মত কোমল। পিতা মাতার অনুমতি ব্যতিত কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেন না। রাজনীতিতেও
সিনিয়রদের শ্রদ্ধা করতেন ওসমানী। ওসমানী শিক্ষা জীবন, সৈনিক জীবন, মহান মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তি রাজনৈতিক জীবনেও তিনি নীতি-আদর্শের ঝান্ডাকে উর্ধ্বে তুলে ধরছেন। ওসমানী ছিলেন খাঁটি দেশ প্রেমিক এবং নির্লোভ রাজনীতিবিদ। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা দুরদর্শী চিন্তা চেতনার অধিকারী। যার পুরো জীবনটাই ঘটনাবহুল এবং অনুসরণযোগ্য। বর্তমান যুগে ও বর্তমান সমাজে এমন মানুষ বিরল। উচ্চ শিক্ষিত, সৎ, মেধা ও প্রজ্ঞায় উজ্জল এক দুর্দমনীয় সমর ব্যক্তিত্ব, যিনি আপাদ মস্তক ছিলেন দুর্জয় সাহসের অধিকারী। আজীবন
গণতন্ত্রী জেনারেল ওসমানী সহজ-সরল সত্যটি সব সময় নির্ভয়ে বলে গেছেন সাহসের সাথে। অসৎ দুর্নীতিপরায়ন, মিথ্যাচারিতা , উচ্চাভিলাসী এবং ধুরন্ধর প্রকৃতির লোকেরা কোনকালেই তাঁর কাছে প্রশ্রয় পায়নি। তিনি তাদের দেখতেন ঘৃনার চোখে। কারো রক্ত চক্ষুকে পরোয়ানা করেননি।

এই সৎ মানুষটির অটল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাঙ্গালী জাতীয়তাবাদ : যে কারণে তিনি স্বাধীনতা যুদ্ধের দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে কারণে তিনি জীবনের শেষ দিন অবধি গণতন্ত্র ও বাঙ্গালী জাতীয়তাবাদের জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করে দিয়েছিলেন। আমরা তার নীতি ও আদর্শকে অনুসরণ করতে পারলে একটি সুখি ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারব। তার চারিত্রিক উজ্জল্য
আমাদের নতুন প্রজন্মকে আলোকিত করুক, এটাই আমাদের
কাম্য।

অন্তীম শয্যা: বঙ্গবীর জেনারেল এম, এ জি ওসমানী বহুদিন আমাদের ছেড়ে অন্য জগতের বাসিন্দা হয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। মৃত্যু সকলের জন্য অনিবার্য। কাজেই তাঁর বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি মহান জননেতা সমর নায়ক
বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী লন্ডনের সেন্টপল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর ইচ্ছায় তাকে ওয়ালিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহঃ) দরগার শরীফ সংলগ্ন স্থানে তিনি তাঁর মায়ের কবরের সন্নিকটে সমাহিত করা
হয়।

পরিশেষে এই আশাবাদ ব্যাক্ত করব যে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করে ধরে রাখতে, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের পাঠ দিতে, জেনারেল এম, এ, জি ওসমানীকে যতোপযুক্ত রাষ্ট্রীয় মর্যাদা এবং আলোচনা সমালোচনার ঊর্ধ্বে স্থান দিয়ে সম্মান প্রদর্শন করতে যেন আগ্রহী হই।

লেখক: ফয়ছল আহমদ,প্রভাষক- ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com