শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জগন্নাথপুরে এক মাস ধরে এক পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ

জগন্নাথপুরে এক মাস ধরে এক পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
জগন্নাথপুরে এক মাসধরে এক পরিবারের লোকজনকে একঘরে (পাছেরবাদ) করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোপ পত্র থেকে জানা যায়, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাসনাগাঁও গ্রামের অংকুর দাস ও তার পরিবারের লোকজনকে পূর্ব বিরোধের জের গ্রাম্য সালিশের নামে একই গ্রামের অনিল দাস, মজনু মিয়া গংরা গত ১৭ জুলাই একঘরে (পাচেরবাদ) রাখেন। ফলে পরিবারের লোকজন একমাস ধরে ঘরবন্ধি অবস্থায় মানববেতর জীবন যাবন যাপন করছেন। অভিযোগ উল্লেখ করা হয়, তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ দেখা দেয় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে। এ বিরোধের জের করে প্রায় একমাস করে একঘরে (পাচেরবাদ) করে রাখা হয়েছে। ঘরবন্ধি হয়ে পড়ায় কোন কাজকর্ম করতে পারছিনা। অনাহারে অর্ধাহারে পরিবারের লোকজনকে নিয়ে জীবন কাটছে। অনেক চেষ্টা করে রাতের আঘারে ঘর থেকে লুকিয়ে বের হয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেছি।

স্থানীয় ইউপি সদস্য রনবীর দাস নান্টু বলেন, তাকে একঘরের রাখা হয়েছে কীনা জানি না। তবে অংকুর দাসের বিরুদ্ধে গ্রামের নানা বিভিন্ন অভিযোগ রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ লোকজন। আমি শুনেছি তাকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। সে তারমতো করে চলাফেরা করছি। জগন্নাথপুর থানার ডিউটি অফিসার এএসআই পিউপি বিশ্বাস লিখিত অভিযোগ পেয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com