স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে কৃষি পরামর্শ সেবা বিষয়ে লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩১ অক্টোবর) সকাল ১০ টায় সুনামগঞ্জ লতিফা কমিউনিটি সেন্টারে
জার্মান ভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফি এর অর্থায়নে পরিচালিত এফআইভিডিবির আরইসিসি প্রকল্পের সহযোগিতায় এবং এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস লি: এর উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির শুভ উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম।
তিনি বলেন, এ প্রকল্পের উদ্যোগে এবং এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস এর কারিগরি সহায়তায় কৃষি সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে এলাকার কৃষকদের কৃষি বিষয়ক সেবা প্রাপ্তি, ও তথ্য প্রাপ্তি সহজ হয়েছে। সরকারি দপ্তরের পাশাপাশি এই কৃষি সেবা কেন্দ্র থেকে কৃষি বিষয়ক বিভিন্ন সেবা ও পরামর্শ, আবহাওয়া বার্তা, ফসল চাষে এবং রোগ—বালাই ও পোকা দমনে করণীয় ইতাদি বিষয়ে সেবা সহজলভ্য হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে মাটি পরীক্ষার মেশিন যা খুব সহজে স্বয়ংক্রিয়ভাবে মাটি পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে পারবে।
তিনি আরও বলেন, মাটি হচ্ছে কৃষির মূল বিষয় এবং খাবারের আধার। এই মাটিই কৃষির মা। তাই মানসম্মত, নিরাপদ ও পুষ্টিসম্মত ফসল পেতে হলে মাটির যত্ন নিতে হবে। কোন মাটি কিরূপ, কোন মাটিকে কি ধরনের খাবার দিতে হবে/সার দিতে হবে তা মাটি পরীক্ষার মাধ্যমে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।
কর্মশালায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, বিশ্বম্ভপুর এবং দিরাই উপজেলার কৃষি কর্মকর্তাসহ স্ব স্ব উপজেলার কর্মএলাকার ইউনিয়নসমূহের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ৩টি সার্ভিস সেন্টারের সার্ভিস প্রোভাইডারবৃন্দ, কৃষকবৃন্দ, এফআইভিডিবি আরইসিসি প্রকল্পের এবং এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস-এর কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রকল্পের কর্ম এলাকায় পরিচালিত তিনটি এগ্রো সার্ভিস সেন্টারের কার্যক্রম পর্যালোচনা, অগ্রগতি এবং মাটি পরীক্ষার জন্য ২টি মেশিন—এর কার্যক্রম বিষয়ে সকলের অবগতি, মতামত ও প্রশ্নোত্তরের মাধ্যমে ধারনা সুস্পষ্ট করাই এই কর্মশালার উদ্দেশ্য।