স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আসন্ন সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম৷
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল শুক্রবার রাতে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সৈয়দ তালহা আলম বলেন, আপনাদের ক্ষতি অপূরণীয়। আমি যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে আছি সবসময়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনসহ সমাজের বিত্তবানদের আহবান জানান৷
এসময় কলকলিয়া ইউনিয়ন জমিয়তের সভাপতি শামসুল হক, জেলা যুব জমিয়ত নেতা মাওলানা ওয়েস আহমদ, সাংগঠনিক সম্পাদক রুমেন আহমদ, উপজেলা জমিয়ত নেতা মাহবুব আলম, উপজেলা যুব জমিয়ত সদস্য সচিব আক্তার হোসেন, ইউনিয়ন যুব জমিয়ত সিনিয়র সহ সভাপতি ইসলাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ছোট সহ আরও অনেকে উপস্থিত ছিলেন৷
এরআগেও শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ হাজার টাকা ও জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন সৈয়দ তালহা আলম।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ফ্রিজ বিস্ফোরণে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের ৪ টি পরিবারের বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।