সোমবার, ২০ মে ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আটক ৬

শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আটক ৬

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ঘটনায় উভয় পক্ষের নুর মোহাম্মদ  (২২) এবং আবদুল আওয়াল(৫৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

সোমবার (১ এপ্রিল) রাতে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামে এ সংঘর্ষের ঘটনা হয়। পরে এই রাতেই আহত অবস্থায় দুজন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার্ড করলে আহত নুর মোহাম্মদ সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। অপর আহত ব্যক্তি মোঃ আব্দুল আওয়াল চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালেই মৃত্যুবরণ করেন। নিহত নুর মোহাম্মদ  শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মৃত রহিম আলীর ছেলে। অপর নিহত ব্যক্তি মোঃ আব্দুল আওয়াল একই ইউনিয়নের নৈমুল্লার ছেলে। এ ঘটনার সাথে জড়িত ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শান্তিগঞ্জ থানাধীন শিমুলবাক ইউনিয়নের অর্ন্তগত থলেরবন্দ গ্রামের আশিক মিয়ার বাড়ীর সামনে শের আলীর একটি পালিত ঘোড়া বেঁধে রাখলে উক্ত ঘোড়ার লাথিতে আশিক মিয়ার ছেলে ফরিদ আঘাত প্রাপ্ত হইলে আশিক আলীর ভাই সাহার আলী, শের আলীকে আশিক আলীর বাড়ীর সামনে ঘোড়া বেঁধে রাখার কারন জিজ্ঞাসা করলে শের আলীর লোকজন সাহার আলীকে মারধর করে। উক্ত ঘটনার জের ধরিয়া উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র সহ মারামারিতে জড়িয়ে পরে এবং এক পক্ষ আরেক পক্ষের বাড়ীঘর ভাংচুর করিয়া ক্ষতি সাধন করে। উক্ত মারামারির ঘটনায়  আশিক আলী পক্ষের নুর মোহাম্মদ  অপর পক্ষের লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হইলে এবং শের আলী পক্ষের আব্দুল আওয়াল অপর পক্ষের ইট পাটকেলের আঘাতে ডান চোখের উপরে গুরুতর আঘাতপ্রাপ্ত  হইলে স্থানীয় লোকজন তাহাদের উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহত নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে আহত নুর মোহাম্মদ সুনামগঞ্জ হইতে সিলেট যাওয়ার পথে মৃত্যু বরণ করেন। অপর আহত ব্যক্তি আব্দুল আওয়াল সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করিয়া আশিক আলী পক্ষের ২জন এবং শের আলী পক্ষের ০৪ জনকে আটক করা হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় পুলিশ ৬জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com