শুক্রবার, ১০ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
তারা আসবে বসবে চা খাবে চলে যাবে: যুক্তরাষ্ট্র-ব্রিটেন সম্পর্কে পরিকল্পনামন্ত্রী

তারা আসবে বসবে চা খাবে চলে যাবে: যুক্তরাষ্ট্র-ব্রিটেন সম্পর্কে পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টারঃপরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা হয়েছে, নির্বাচন অবশ্যই হবে। নির্বাচন প্রক্রিয়ায় না এসে একটি দল গণ্ডগোল লাগাতে চায়। ভেজাল লাগাতে চায়। গণ্ডগোল লাগিয়ে ক্ষমতায় আসতে চায়, এটা আমরা হতে দেব না। তারা অন্যদেশের মানুষকে এনে বিচার করতে চায়। এই বিচার আমরা মানি না। আমাদের আইনকানুন আমরা মানি।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে বৃহস্পতিবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিলকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমেরিকা-ব্রিটেন আমাদের বন্ধু, মালিক না। মালিক আল্লাহ। তারা আসবে বসবে চা খাবে চলে যাবে। ভালো কথা বললে আমরা শুনব। কিন্তু আমাদের ঘরের বিষয়, ভোটের বিষয় কোর্ট-কাচারির বিষয় এ বিষয় আমরা নিজেরা সমাধান করব।

তিনি বলেন, আমরা হাওড়ের মানুষ আমরা শান্তি চাই। আমরা জ্বালাও পোড়াও চাই না। আমাদের দরকার সড়ক, ব্রিজ স্কুল-কলেজ, বাজার হাসপাতাল। আমাদের দরকার আরও বেশি উন্নয়ন। আমাদের প্রতি শেখ হাসিনার বিশেষ নজর আছে। তাই আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের স্বার্থেই আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

বিএনপির তফশিল প্রত্যাখ্যান সম্পর্কে মন্ত্রী বলেন, উনারা প্রত্যাখ্যান করবে তো আগেই বলেছে। উনারা শেখ হাসিনার বৈধ সরকারকে তাড়িয়ে তারা অন্যভাবে ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচন প্রক্রিয়ায় স্বস্তিবোধ করে না। চিঠি আসছে বিভিন্ন জায়গা থেকে এটাতো বিষয় নয়। আমরা আমাদের আইন মানব, নির্বাচনের বিষয়টা পরিষ্কার আমাদের আইনে আছে সে অনুযায়ী চলবে। চিঠিতো আসতে পারে কেউ না করবে না। চিঠি আসবে চিঠি পড়ব, চিঠির জবাব আমরা দেব। আমাদের দলের কর্তৃপক্ষ আছেন তারা জবাব দেবেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সহ-সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শাহিনুর রহমান শাহিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার প্রমুখ।

এর আগে সকালে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর ও কোশল বিনিময় করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com