সোমবার, ১৩ মে ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
শিশু ও গাইনী বিশেষজ্ঞ ছাড়াই চলছে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শান্তিগঞ্জে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন স্মার্টফোনে আসক্তি শিক্ষার্থীদের, এসএসসিতে ফলাফল বিপর্যয় হলো না হোয়াইটওয়াশ, বড় ব্যবধানে জিতলো জিম্বাবুয়ে সাংবাদিকের উপর হামলা, সরমঙ্গল ইউপি চেয়ারম্যান কারাগারে ঈদের পর শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হতে পারে: শিক্ষামন্ত্রী শান্তিগঞ্জে এসএসসিতে ফলাফল বিপর্যয়, পাসের হার ৬০.১ শতাংশ  রানীগঞ্জ সেতুর পাশ থেকে বালু উত্তোলন- ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ এসএসসির ফল আজ, অপেক্ষায় ২০ লাখ পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পিয়াল নিহত
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
শান্তিগঞ্জে পৌরসভার বিষয়টাও আমার মাথায় আছে: পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জে পৌরসভার বিষয়টাও আমার মাথায় আছে: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,  শেখ হাসিনা দেশকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন। পুরোদেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত৷ বিশ্বের মানুষ তাকে সম্মান করেন। তিনি নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন৷ তাই এই উন্নয়নের জোয়ার বেগবান করতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে৷
শনিবার(৭ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জস্থ মন্ত্রীর হিজিলবাড়ীর আরফান আলী বৈঠক খানায় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।
মন্ত্রী বলেন, ঢাকায় কিছু সুশীল, পন্ডিত ব্যক্তিবর্গ আছেন তারা বুঝাতে চায় বাংলাদেশের মানুষ নাকি কষ্টে আছে। তারা নাকি ভোট দিতে পারে না। যারা এ সমস্ত কথা বলে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের থেকে সাবধান থাকতে হবে৷ গ্রামের সাধারণ মানুষ কি চায় সেটাই আমাদের বিবেচ্য বিষয়। কোন পন্ডিতের কথায় আমরা কান দিবনা। গ্রামের মানুষ উন্নয়ন চায়, তারা সুন্দর জীবন যাপন চায়। তারা চায় আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসুক৷
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা চাই নিবন্ধিত সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক৷ সবার জন্য সমান সুযোগ দেয়া আছে। কিন্তু যারা এটা না করে নির্বাচনে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
হাওরাঞ্চলের মানুষের বিশ্বস্ত নেতা শেখ হাসিনা উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা গ্রামাঞ্চলের মানুষের প্রকৃত বন্ধু। তিনি বলেছেন আমার কাছে গোপালগঞ্জ আর সুনামগঞ্জ একই। তার প্রত্যক্ষ নির্দেশে সুনামগঞ্জে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে৷
সুনামগঞ্জে রেললাইনের কাজ আমরা নির্বাচনের পরেই শুরু হবে। আমার আরেকটা স্বপ্ন আছে সুনামগঞ্জে একটি বিমানবন্দর করার। এমন যায়গায় বিমানবন্দর হবে যেখানে মানুষের সুবিধা হয়। শান্তিগঞ্জে পৌরসভার বিষয়টাও আমার মাথায় আছে। আমরা আর সুনামগঞ্জকে অবহেলিত জেলা দেখতে চাইনা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন এবং দপ্তর সম্পাদক সেলিম রেজার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা আ.লীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, জয়কলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বাছিত সুজন, তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষন তালুকদার ঝন্টু, শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, পাথারিয়া ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
শান্তিসমাবেশ শেষে পরিকল্পনামন্ত্রীকে নিয়ে এক বিশাল আনন্দ শোভাযাত্রা করে উপজেলা আওয়ামীলীগ। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷  এরআগে সকালে বিশাল গাড়িবহর নিয়ে রানীগঞ্জ সেতুতে বিশ্বশ্রেষ্ঠ বিদ্যাপিঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষন প্রদান ও সম্মাননা গ্রহণ শেষে যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গণ অভ্যর্থনা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com