সোমবার, ১৩ মে ২০২৪, ১০:২০ অপরাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
হঠাৎ পুরোনো ব্যথায় ভুগছেন তামিম, টেস্ট খেলতে পারবেন তো!

হঠাৎ পুরোনো ব্যথায় ভুগছেন তামিম, টেস্ট খেলতে পারবেন তো!

স্পোর্টস ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই নিয়মিত ইনজুরির কবলে পড়ছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। মাঝে মাঝেই ইনজুরিতে পড়ে গুরুত্বপূর্ণ সিরিজও মিস করছেন। এবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে যখন দল প্রস্তুতিতে ব্যস্ত, তখনই এলো অস্বস্তিকর খবরটি। পিঠের পুরোনো ব্যথায় ভুগছেন তিনি।

অনুশীলন করতে গিয়ে নতুন করে কোনো ইনজুরিতে পড়েননি বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক। পিঠের পুরনো ব্যথাটা বেড়েছে শুধু। এ বিষয়টাই এখন শঙ্কা জাগিয়ে তুলেছে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে। বৃহস্পতিবার তিনি অনুশীলন করেননি। শুক্রবার এবং আজ শনিবার তো দলীয় অনুশীলনও ছিল না। এ কারণে, তামিমের অবস্থাও ঠিক বোঝা যাচ্ছে না।

তামিম কী সত্যি সত্যি এ ব্যথার জন্য খেলতে পারবেন না? বিষয়টা এখনও নিশ্চিত নয়। এ নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন চৌধুরির কাছে জানতে চাইলে পারিবারিক জরুরি বিষয় থাকা কথা বলতে পারেননি। তবে পিঠের ব্যথা যে বেড়েছে, সেটা স্বীকার করেছেন ক্রিকেট দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

জাগোনিউজের সঙ্গে আলাপে তার কাছে জানতে চাওয়া হয় তামিমের ইনজুরের ব্যাপারে। এ নিয়ে তিনি বলেন, ‘ওর পুরনো ব্যাকপেইন (পিঠের ব্যথা) আছে। এই ব্যথা মাঝে মাঝে বাড়ে। আবার ঔষধ খেলে কমে। এভাবে চলে তার।’

বিজ্ঞাপন

তো এই ব্যথার কারণে কী তামিম টেস্ট খেলতে না পারার কোনো সম্ভাবনা আছে? জবাবে দেবাশীষ জানালেন, তামিমের টেস্ট খেলতে পারা না পারা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তিনি বলেন, ‘টেস্ট মিস হবে কি না? এটা তো এখনই বলা যাচ্ছে না। এখনও ৩/৪দিন বাকি আছে। এর মধ্যে হয়তো সব ঠিক হয়ে যাবে।’

তাছাড়া টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কোনো কিছু চিকিৎসকদের কাছে জানতে চাওয়া হয়নি। দেবাশীষ বলেন, ‘এখনও ম্যানেজমেন্টের কাছ থেকে আমাদের কাছে কিছু জানতে চায়নি। এমনকি এখনও আমাদেরকে তার ব্যপারে মন্তব্য করতে বলেনি। তবে, ব্যাথা না থাকলে খেলতে পারবে। এর আগেও তামিম এই ব্যথা নিয়ে খেলেছে। আশা করি খেলতে পারবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com