শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:২০ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দাবা খেলায় সিলেট বিভাগের চ্যাম্পিয়ন শান্তিগঞ্জের মিনহাজ 

দাবা খেলায় সিলেট বিভাগের চ্যাম্পিয়ন শান্তিগঞ্জের মিনহাজ 

স্টাফ রিপোর্টার::
যুদ্ধংদেহী ফলকক্রীড়া রূপে দাবা খেলার সুনাম রয়েছে। খেলার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষের ঘুঁটি আয়ত্তে আনার মাধ্যমে নতস্বীকারে বাধ্য করা। ফলকের উপর খেলা যায় এমন খেলাগুলোর মধ্যে এ খেলার বিশ্বব্যাপী অসম্ভব জনপ্রিয়তা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী অগ্রসরতা ও আক্রমণ চিহ্নিত করার দক্ষতার মাধ্যমে দাবাড়ুর শক্তিমত্তা যাচাই করা সম্ভবপর। দক্ষতাপূর্ণ বুদ্ধিমত্তার এই খেলায়  শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ ইমাদ উদ্দিন খাঁন মিনহাজ সিলেট বিভাগের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে৷
গত ২৯ মে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিভাগীয় খেলার ফাইনালে অংশ নিয়ে সে চ্যাম্পিয়ন হয়। মিনহাজ ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও গৃহিনী মোছা: শিউলি নাহারের দ্বিতীয় পুত্র৷ মিনহাজের এমন সফলতায় আনন্দিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকাবাসী
সিলেট বিভাগীয় পর্যায়ে দাবা চ্যাম্পিয়ন হওয়ায় মিনহাজ এখন জাতীয় পর্যায়ে পুরো সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবে৷ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এমন খবরে উৎফুল্ল তার শিক্ষকরাও।  অনুভুতি প্রকাশ করে ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার বলেন, মিনহাজের এমন সফলতায় শিক্ষক হিসেবে আমরা গর্বিত৷ সে পুরো সিলেট বিভাগে আমাদের প্রতিষ্ঠানের সম্মান বাড়িয়ে দিয়েছে৷ আমরা আশাবাদী মিনহাজ জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হয়ে আমাদের আরও গর্বিত করবে। তার জন্য অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইলো।
বিভাগীয় পর্যায়ে দাবা চ্যাম্পিয়ন হওয়ায় আবেগাপ্লুত হয়ে মিনহাজের বাবা ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন বলেন, এই ছোট ছেলেটা যে সফলতার সাক্ষর রেখেছে তা আমাদের শান্তিগঞ্জ উপজেলাকে গর্বিত করেছে। দাবার প্রতি তার যে স্পৃহা তাতে জাতীয় পর্যায়েও সে সফলতা অর্জন করবে এমনটা আশাকরি। আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com