রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
কুলাউড়া’র সেই ব্যবসায়ীকে হত্যা করে লাশ পুঁতে রাখলো চাচাতো ভাই

কুলাউড়া’র সেই ব্যবসায়ীকে হত্যা করে লাশ পুঁতে রাখলো চাচাতো ভাই

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ নিখোঁজের ৪ দিনেও কোন হদিস পাওয়া যাচ্ছিলনা কুলাউড়ার নিখোঁজ ব্যবসায়ীর। ব্যবসায়ী নিখোঁজের পর পর থানা পুলিশের তৎপরতা ছিল সন্তোষজনক। অবশেষে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মিলি প্লাজার মনাফ টেলিকম এর স্বত্বাধিকারী ব্যবসায়ী আবদুল মনাফ নিখোঁজের চারদিন পর সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তারের পর  জিজ্ঞাসাবাদে নিখোঁজ ব্যবসায়ীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্তরা।

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স সন্দেহভাজন ৪ জন আসামিদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।গ্রেফতার হওয়া তিনজন ভিকটিমের আপন চাচাতো ভাই এবং একজন ভাতিজা।গ্রেফতারকৃত চারজন উপজেলার ভুকশিমইল ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে চান মিয়া,শাহিদ মিয়া ,ফজলু মিয়া এবং আরেকজন ফজলু মিয়ার ছেলে ফয়াজ আহমদ। গ্রেফতারের পর পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী আবদুল মুনাফ কে হত্যা করে বাড়ির পাশে লাশ পুঁতে রাখার তথ্য দেয় আসামিরা। লাশ বাড়ির পাশে পুঁতে রাখার তথ্য পেয়ে পুলিশ রাত আনুমানিক ৯ টায়  ঘটনাস্থলে গিয়ে  লাশ উদ্ধার শুরু করে।
প্রায় ত্রিশ মিনিটের অভিযানে নিহতের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সলমান এবং ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির।
উল্লেখ্য যে গত ১২ডিসেম্বর রাতে কুলাউড়া শহরস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে থেকে নিখোঁজ হন এই ব্যবসায়ী।
কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বাড়ির বাথরুমের টাঙ্কি থেকে ভিকটিমের কিছু আলামত যেমন জাতীয় পরিচয় পত্র (এন আই ডি কার্ড),মানিব্যাগ এবং অজ্ঞাতনামা এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যা করে লাশ গুমের স্বীকারোক্তি আসে। এখন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
সুত্রঃ দৈনিক সকালের সময়

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com