শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
আজ বিশ্ব পোলিও দিবস: এখনও ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ

আজ বিশ্ব পোলিও দিবস: এখনও ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   আজ বিশ্ব পোলিও দিবস। ১৪ বছর আগে ২০০৬ সালে বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে। কিন্তু নিকট প্রতিবেশী দুটি দেশ পাকিস্তান ও আফগানিস্তান এখনও পোলিও মুক্ত হয়নি। ফলে দেশে পুনরায় পোলিও সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তাই উপমহাদেশের সব দেশ পোলিও মুক্ত না হওয়া পর্যন্ত টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা জরুরি।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বাংলাদেশে নিয়মিত টিকাদান কর্মসূচি সারা বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। অতীতে মহামারী আকার ধারণ করলেও টিকাদান কর্মসূচি পোলিও নির্মূলে সাফল্য অর্জন করেছে।

প্রধানমন্ত্রী তার বাণীতে দেশের পোলিও টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ড. ইশতিয়াক জামানকে অভিনন্দন জানান। পাশাপাশি ড. ইশতিয়াক পোলিও আন্দোলন আরও এগিয়ে নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

দিবসটি উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে রোটারি বাংলাদেশ পোলিও প্লাস কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কমিটির চেয়ারম্যান ড. ইশতিয়াক জামান বলেন, পৃথিবী থেকে পোলিও নির্মূল হলেও এখনও দুটি দেশে ১০০ শিশু পোলিও আক্রান্ত আছে। পোলিও নির্মূলে বিশ্বব্যাপী রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বের প্রায় ২৫০ কোটি শিশুকে পোলিও মুক্ত রাখতে রোটারি ক্লাব নিরন্তর কাজ করেছে। পোলিও নির্মূলে রোটারি ক্লাব এক বিলিয়ন ডলারের তহবিল গঠনে চেষ্ট করছে। দেশে প্রায় ৪ শতাধিক রোটারি ক্লাবকে দেড় হাজার ডলার করে অনুদান দিতে বলা হয়েছে। এ অর্থ পোলিও মুক্ত বিশ্ব গড়তে অনেক সহযোগিতা করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা গভর্নর মো. রুবায়েত হোসেন ও ড. বেলাল উদ্দিন আহমেদ, পোলিও ইভেন্ট চেয়ারম্যান ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এমএ কাশেম, সাবেক গভর্নর হাবিবউল্লাহ খান, মুস্তাফা জামান আব্বাসী, অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, মাগফুর উদ্দিন আহমেদ, মো. জামাল উদ্দিন, মো. আবদুল আউয়াল, আবদুল আহাদ, কেএম জয়নুল আবেদীন, ড. মীর আনিছুজ্জামান, একেএম শামসুদ্দিন, সেলিম রেজা, এম আনিছুজ্জামান ভূঁইয়া, মো. হাফিজুল্লাহ, একেএম শামসুল হুদা, ড. মনজুরুল হক চৌধুরী, এএইচএম জাকির, গোলাম মোস্তফা, সাফিনা রহমান, ইঞ্জিনিয়ার মো. আবদুল লতিফ, শওকত হোসেন, এবিএম ওয়াদুদ উল্লাহ, মো. আইয়ুব, শহীদ আহমেদ চৌধুরী, এফএইচ আরিফ, ড. মো. তৈয়ব চৌধুরী, আবুল ফজল মো. আলমগীর, দিল নওশীন মোহসিন, এম খায়রুল আলম, এম আতাউর রহমান পীর, ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী গভর্নর নির্বাচিত, আবু ফয়েজ খান চৌধুরী গভর্নর নমিনী, ইঞ্জিনিয়ার এমএ ওয়াহাব ও রুহেলা খান চৌধুরী।

এছাড়াও রোটারি নেতা ও সদস্য যারা উপস্থিত ছিলেন- মেজর জেনারেল ফজল উর রহমান, সৈয়দ এরশাদ আহমেদ, হাবিব মহিউদ্দিন, ফরিদুল আলম নিউটন, মাহমুদ হাসান, সাব্বির চৌধুরী, মো. কেরামতুল আজিম পিন্টু, দীপক কুমার বড়াল, মো. হান্নান মল্লিক, আহমেদ হোসেন, ড. রজত শুভ্র পাল, অধ্যাপক হোসনে আরা বেগম, আজফার আলী, ড. ওয়াজির আহমেদ, মো. আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, মাহফুজুল হক, আলী ইকরামুল হক রুমী, মিন্টু ইব্রাহিম, মোহাম্মদ জহিরুল ইসলাম, জাহিদা আক্তার মিতা, ড. তৃপ্তিস ঘোষ, পাপড়ি বোস, মো. জাকির হোসেন, ওমর ফারুক, অধ্যাপক ডা. জামাল নাসের, মো. শাহজাহান সাজু, ফারুক আহমেদ, ডা. বিমল চৌধুরী, ব্যারিস্টার শাফায়েত উল্লাহ, ডা. নিয়াজ আবদুর রহমান, লে. ক. সৈয়দ কামরুজ্জামান, মাহমুদুর রহমান, মো. বায়জেদুর রহমান, রঞ্জন নিয়োগী, এসএম আনোয়ার হোসেন, শেখ নাহার মাহমুদ, মো. আশরাফুজ্জামান নান্নু, কেএমএইচ শহিদুল হক, স্বপন কুমার রয়, রিফাত হায়দার, ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার, কাজী সাইফুল হক, ডা. রুমানা দৌলা, ইব্রাহিম খালিল আল জায়েদ পিনাক, ব্যারিস্টার মেহজাবিন ফাতিমা ওমর, মোস্তাফিজুর রহমান, একেএম মহিউদ্দিন পলাশ, এমএ রাসেল খান, এম বশির উল্লাহ ভূঁইয়া, সৈয়দ ওয়াসেক মো. আলী, হুমায়ন পারভেজ খান, হাসরাত আরা বেগম, নাহার ফেরদৌস বেগম, দীন মোহাম্মদ সেলিম, শিরিন বন, ডা. রেজিনা কুদ্দুস, সালাহউদ্দিন আহমেদ, টিআইএম নুরুল কবীর, মো. আসাদুজ্জামান, কাজী আলীম উদ্দিন বুদ্দিন, আবদুর রহমান, মেজর জেনারেল আবু রশীদ রোকনউদদৌল্লাহ, এসএম এমদাদ হোসেন, মো. কামাল উদ্দিন, হেলেনা জাহাঙ্গীর, শহীদ উদ্দিন চৌধুরী, এজেডএম সালেক, মো. গিয়াসউদ্দিন খান ডেলু, তৌহিদ উল ইসলাম, ডা. গাজী মিজানুর রহমান, কাজী মাসুদুল ইসলাম, বদরুল আলম মারকিন, আরিফ কামাল চৌধুরী, এমএ মান্নান খান, প্যাট্রিক বিপুল বিশ্বাস, ডা. এএফএম সফিউদ্দিন পাতা, আশিকুল ইসলাম, পার্থ বোস, সোহানী হোসেন, ডা. মো. শরিফুল আলম চৌধুরী, মো. মনিরুল ইসলাম, মো. মাহবুবুর রহমান, একেএম শামসুল হক দীপু, ফরিদ উদ্দিন আহমেদ, আরকে ধর, আশরাফ হোসেন, হাফিজ উদ্দিন সরকার, সালাউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মো. মাহবুবুল মতিন, তাহমিনা আহাদ রোজী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com