রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
প্রবল স্রোতে মেঘনায় জাহাজডুবি, ৩ নাবিক নিখোঁজ

প্রবল স্রোতে মেঘনায় জাহাজডুবি, ৩ নাবিক নিখোঁজ

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের তোড়ে একটি মালবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজটিতে থাকা তিন নাবিক নিখোঁজ হয়েছেন।

বুধবার সকালের দিকে উপজেলার নলচিরাঘাট ও ভাসানচরের মধ্যবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিখোঁজ তিন নাবিকের সন্ধান মেলেনি বলে জানা গেছে।

মালবাহী জাহাজ বাংলার সৈনিক-৩ এর সারেং আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে নলচিরাঘাট ও ভাসানচরের মধ্যবর্তী এলাকায় চট্টগ্রাম বন্দর থেকে হাজার টন চিনি তৈরির কাঁচামাল নিয়ে ছেড়ে আসে জাহাজ আন নুর-১।

সকাল ১০টার দিকে হাতিয়ার মেঘনা নদীর সাঙ্গু গ্যাসফিল্ড থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে পৌঁছানোর পর প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের তোড়ে জাহাজটির তলদেশ ফেটে ডুবে যায়। এতে ১৩ নাবিকের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও তিন নাবিক নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে কোস্টগার্ড হাতিয়া স্টেশান কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া বলেন, জাহাজডুবি ও জাহাজ আটকেপড়ার বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com