শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
চার হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

চার হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্প নগর উন্নয়নে ৩ হাজার ৯৬৯ কোটি ৯২ লাখ টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ‘প্রাইভেট ইনভেসমেন্ট অ্যান্ড ডিজিটাল এন্টারপ্রেনিয়ারশিপ (প্রাইড) ফর বেজা প্রজেক্ট’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ অর্থ খরচ করা হবে। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৫৬ কোটি ১৯ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের ঋণের বাইরে বাকি ৩৮৬ কোটি ২৭ লাখ টাকা ঋণ হিসেবে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। ইতোমধ্যেই প্রস্তাবিত প্রকল্পটির ওপর অনুষ্ঠিত হয়েছে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। তবে ওই সভায় পরামর্শকসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল পরিকল্পনা কমিশন। তাছাড়া সম্ভাব্যতা সমীক্ষা না করাসহ বিভিন্ন অসঙ্গতি রয়েছে প্রকল্প প্রস্তাবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইআরডি’র অতিরিক্ত সচিব বিশ্বব্যাংক ইউং-এর প্রধান মো. শাহাবুদ্দিন পাটোয়ারী শনিবার যুগান্তরকে জানান, সম্প্রতি এ ঋণটি অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক বোর্ড। এখন প্রকল্পটি একনেকে অনুমোদন পেলেই সংস্থাটির সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষর করা হবে। এটি নন-কন্সেশনাল ঋণ। ইউরিবর (ইউরোপীয় ইন্টার ব্যাংক অফারর্ড ব্যাংক) হিসাবে ঋণটি নেয়ায় সুবিধা হয়েছে। এই ঋণের সুদের হার হবে ৩ দশমিক ৮৭ শতাংশ। সঙ্গে ইউরিবর এবং কমিটমেন্ট ফি দিতে হবে শূন্য দশমিক ২৫ শতাংশ এবং ফ্রন্ড অ্যান্ড ফি হিসেবে দিতে হবে শূন্য দশমিক ২৫ শতাংশ। চার বছরের রেয়াতকালসহ ৩৪ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে সরকারকে। সূত্র জানায়, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে শিল্পায়ন করে দ্রুত দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। ২০১৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত ১৬ বছরে এসব অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে এসব অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ চলছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমিজুড়ে গড়ে তোলা হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। এই অর্থনৈতিক অঞ্চকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর হিসেবে নামকরণ করা হয়। এটি তৈরিতে বিশ্বব্যাংক ২০১৪ সাল থেকে বেজাকে সহায়তা দিয়ে আসছে। এরই অংশ হিসেবে বড় অঙ্কের এই ঋণ অনুমোদন দিয়েছে সংস্থাটি।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ১৫ জুন প্রস্তাবিত ‘প্রাইভেট ইনভেসমেন্ট অ্যান্ড ডিজিটাল এন্টারপ্রেনিয়ারশিপ (প্রাইড) ফর বেজা প্রজেক্ট’ নিয়ে পিইসি সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেয়া সুপারিশগুলো প্রতিপালন করে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) সংশোধন করে পাঠানো হলে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে একনেকে উপস্থাপনের সুপারিশ করা হবে। অনুমোদন পেলে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

পিইসি সভার কার্যপত্রে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে যেসব বিষয় তুলে ধরা হয়েছিল সেগুলো হচ্ছে- ২০১৬ সালে পরিকল্পনা বিভাগের জারি করা পরিপত্র অনুযায়ী ২৫ কোটি টাকার বেশি ব্যয় হলেই সে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা করা বাধ্যতামূলক। কিন্তু এ প্রকল্পের ক্ষেত্রে সম্ভাব্যতা সমীক্ষা করা হয়নি। এক্ষেত্রে বঙ্গবন্ধু শিল্প নগরের ওপর প্রণীত মাস্টার প্ল্যান রেফার করা হয়েছে। তাছাড়া প্রকল্পের আওতায় বাস্তবায়নের জন্য প্রস্তাবিত তিনটি কম্পোনেন্টের কাজে ৫৫ জন ব্যক্তি পরামর্শক নিয়োগের সংস্থান রয়েছে। এর মধ্যে মেডিকেল অফিসার, নার্স/প্যারামেডিকস, ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র আইটি কন্সালট্যান্ট এ জাতীয় পরামর্শক রয়েছে। যা পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য প্রাসঙ্গিক নয় বলে প্রতীয়মান হয়। প্রকল্পের জনবল কাঠামোতে ২৩টি বিভিন্ন পদে ১৫২ জন জনবল নিয়োগের প্রস্তাব করা হয়েছে। সেখানে তিনজন ডিপিডি, তিনজন এপিডি, তিনজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ২২ জন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের প্রস্তাব রয়েছে।

প্রকল্পে এত অধিকসংখ্যক ইঞ্জিনিয়ার নিয়োগের যৌক্তিকতা সভায় আলোচনা করা যেতে পারে। এছাড়া প্রকল্পের আওতায় ৩০ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রতি কিলোমিটার ১৩ কোটি ৯৩ লাখ টাকা। যা অনুরূপ চলমান প্রকল্পে সড়ক নির্মাণে কিলোমিটারপ্রতি ৬ কোটি ৬২ লাখ টাকা চেয়ে দ্বিগুণের চেয়ে বেশি ধরা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে নির্মিতব্য সড়কের ডিজাইনে ভিন্নতা রয়েছে। প্রকল্পে ১০০ লাখ ঘনমিটার ভূমি উন্নয়নের জন্য ২৫৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ডিপিপির ২৮নং পৃষ্ঠায় অনুরূপ প্রকল্পের জন্য ওই পরিমাণ ভূমি উন্নয়নের ব্যয় ধরা হয়েছে ১৬৮ কোটি টাকা। ভূমি উন্নয়নের জন্য ব্যয় হাল নাগাদ রেট সিডিউল অনুযায়ী করা হয়েছে কিনা এবং ওই ব্যয় এত অত্যধিক প্রাক্কলনের যৌক্তিকতা বিষয়ে বেজা সভাকে অবহিত করতে পারে। প্রকল্পের আওতায় তিনটি জিপ, চারটি মাইক্রোবাস, ২৭টি মোটরসাইকেল ও দুটি স্পিডবোট ক্রয়ের যৌক্তিকতা সম্পর্কে সভায় আলোচনা করা যেতে পারে। প্রকল্পের আওতায় ২৭টি পরামর্শক ফার্ম ও ৫৫ জন ব্যক্তি পরামর্শক নিয়োগের যৌক্তিকতা সম্পর্কে বেজা সভাকে অবহিত করতে পারে। এছাড়া ওইসব পরামর্শক ফার্ম ও ব্যক্তি পরামর্শকের টিওআর একটি উপযুক্ত কমিটির মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার প্রয়োজনীয়তা এবং টিওআরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ বিষয়ে সভায় আলোচনা করা যেতে পারে।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com