রবিবার, ১৯ মে ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দক্ষিণ সুনামগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা : ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন

দক্ষিণ সুনামগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা : ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন

নিজস্ব প্রতিবেদকঃ  দক্ষিণ সুনামগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার  নতুন করে সর্বোচ্চ ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের  ৫ জন এর মধ্যে শিবপুরের ৪ জন।  ডুংরিয়া ১ জন, উজানীগাওয়ের ২ জন, কামরুপদলংয়ের ১ জন। পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাও গ্রামের ৭ জন, শত্রুমর্দনের ১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ শ্রমিক ৭ জন, ও হাসনগরের ১ জন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সাংবাদিক ও ফার্মাসিস্ট রয়েছেন।  নতুন আক্রান্তদের করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবির) ল্যাবে পাঠানো হলে আজ মঙ্গলবার (১৬জুন) তাদের রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এর মধ্যে সুনামগঞ্জ সদরের হাসননগরের ১ জন রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আপাতত নতুন আক্রান্তদেরকে তাদের নিজেদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে হাসপাতাল আইসোলশনে পাঠানো হবে।

উল্লেখ্য, এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ৬০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ৯ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com