রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
করোনায় আক্রান্ত এশিয়ার কনিষ্ঠতম কার্ডিয়াক সার্জন সিয়াম

করোনায় আক্রান্ত এশিয়ার কনিষ্ঠতম কার্ডিয়াক সার্জন সিয়াম

অনলাইন ডেস্কঃ  নোভেলকরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশ্রাফুল হক সিয়াম।

গত বুধবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শুক্রবার সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. আশ্রাফুল হক সিয়াম কার্ডিয়াক সার্জনস সোসাইটি অব বাংলাদেশের (সিএসএসবি) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি এশিয়ায় কনিষ্ঠতম কার্ডিয়াক সার্জন। তিনি পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের সহোদর।

করোনার প্রকোপ শুরুর পর থেকেই নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের এ অধ্যাপক। টেলিফোনেও অনেককে পরামর্শ দিয়েছেন। অথচ গত বুধবার তার নিজেরই করোনা পজিটিভ আসে।

ডা. সিয়ামের এক স্বজন যুগান্তরকে জানান, বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। তবে তার অক্সিজেন স্যাচুরেশন (রুম এয়ার) কমে গেছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি জানান, করোনার প্রকোপের শুরু থেকেই ডা. সিয়াম সতর্কতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। প্রতিনিয়ত হাসপাতালে যাওয়া-আসা করতে হয়েছে। এখন তিনি নিজেই কোভিড-১৯ পজিটিভ। অক্সিজেন নিতে হচ্ছে।

আশ্রাফুল হক সিয়াম নিজ হাসপাতালে চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি চিকিৎসকদের সুরক্ষা ও অধিকার নিয়ে বরাবরই কথা বলে আসছেন। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে তিনি চিকিৎসকের পিপিইসহ সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছেন।

এদিকে ডা. সিয়ামের অসুস্থতার কথা শুনে প্রধানমন্ত্রীর দফতর থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া হয়েছে।

মূলত দেশে নামমাত্র খরচে সরকারিভাবে বুকের হাড় না কেটে হৃদযন্ত্রের অপারেশনের প্রধান উদ্যোক্তা আশ্রাফুল হক সিয়াম। এ জন্য তিনি জেসিআই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রীও তাকে পুরস্কৃত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com