মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান খাইরুন আইনজীবীর পোশাকে পিয়ার হাসি ভাইরাল, কী বলছেন অভিনেত্রী শনিবার সাপ্তাহিক ‘ছুটিই থাকছে’ প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু কাল, স্বপ্ন পূরণে হাওরপাড়ে খুশির ঢেউ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবীতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী  ৪০০ কেজির মিষ্টি কুমড়ায় নৌকা বানিয়ে ভাসালেন নদীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কি না, জানা যাবে শনিবারের মধ্যে
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বাজেট ঘোষণাকালে চেয়ারম্যান শেরিন-মীরপুর কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই

বাজেট ঘোষণাকালে চেয়ারম্যান শেরিন-মীরপুর কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই

জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ কে মডেল ও আধুনিক ইউনিয়ন পরিষদে রুপান্তরের প্রত্যয় ব্যক্ত করে মীরপুর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের ১ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহবুবুল হক শেরিন ।

ঘোষিত উন্মুক্ত বাজেটে আয় দেখানো হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা। মোট ব্যায় দেখানো হয়েছে ১কোটি ৪২লাখ ৬৪ হাজার ১শ ৮৫টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫লক্ষ ৬৫হাজার ৮শ ১৫ টাকা।

 

সোমবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিষরে ইউনিয়ন পরিষদ হল রুমে উন্মুক্ত বাজেট উপলক্ষ্যে মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহবুবুল হক শেরিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব সুধন চন্দ্র সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, সমাজসেবক শিক্ষানুরাগী গোলাম রব্বানী, ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মোস্তাক আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান খালেদ। গীতাপাঠ করেন সচিব সুধন চন্দ্র সরকার।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো: মাহবুবুল হক শেরিন ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়ে প্রথম বারের মত উন্মুক্ত বাজেট উপস্থাপন করে তিনি ইউনিয়নবাসীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, সততা ও নিষ্ঠার প্রত্যয়ে নির্বাচিত পরিষদের সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্ঠায় মীরপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।

তিনি ইউনিয়নের দেশ ও প্রবাসে বসবাসরত সকল নাগরিকবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন কোন প্রকার করারোপ না করেই ইউনিয়ন বাসীর জন্য একটি জনকল্যানমূখী বাজেট ঘোষনা করা হয়েছে। তথ্য প্রযুক্তির যোগে ইউনিয়নের প্রতিটি কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে রুপান্তর করণের পাশাপাশি যোগাযোগ শিক্ষা সহ সর্বোপরি উন্নয়নের আশাবাদ ব্যাক্ত করে তিনি ইউনিয়নের দরিদ্র জনগোষ্টির কল্যানসহ সকল নাগরিকদের সেবায় নিজেকে আত্ম নিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে বলেন, গ্রামীণ জনপদকে অগ্রাধিকার দিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে কাজ করছেন। তিনি জগন্নাথপুর – দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য হাওর রত্ন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় জগন্নাথপুর উপজেলা সহ জেলা ব্যাপি উন্নয়নের মহা গনজোয়ার সৃষ্ঠি হয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের দীর্ঘায়ূ কামনা করেন।

তিনি উন্নয়ন কাজে সকল মহলের সহযোগিতা কামনা করে বলেন , বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সকল পেশার মানুষজন অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। মহা এই দূর্যোগকালীণ সময়ে এলাকার অসহায় দরিদ্রদের কল্যাণে সরকারের পাশাপাশি প্রবাসীদের মানবতার কল্যাণে এগিয়ে আসায় অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহামারী করোনা ভাইসের সংক্রমণ প্রতিরোধে সরকারি গণবিজ্ঞপ্তির আদেশ মেনে চলার জন্য জনসাধারণের প্রতি আহবান জানিয়ে ইউনিয়নবাসীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে নাগরিকদের সেবায় কাজ করতে সকলের দোয়া ও আন্তরিক ভালোবাসা প্রত্যাশা করেন।

উন্মুক্ত বাজেট উনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাছান ফাতেমাপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ আলা উদ্দিন মাস্টার, মীরপুর বাজার কমিটির সভাপতি সাহিদ মিয়া, মীরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৭নং ওয়ার্ড সদস্য মো: আব্দুল ওয়াহাব, ১নং ওয়ার্ড সদস্য মো: খলিল উদ্দিন, ২নং ওয়ার্ড সদস্য মো: মাহবুব হোসেন, ৩ নং ওয়ার্ড সদস্য মো: হোসেন রাসেল , ৫ নং ওয়ার্ড সদস্য মো: আব্দুস শহিদ, ৬ নং ওয়ার্ড সদস্য মুজ্জামিল খান, ৯নং ওয়ার্ড সদস্য মো: নেওয়ার হোসেন, সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের সদস্যা মোছা: হাছনা হেনা , ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্যা মোছা: নাজমীন আক্তার,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্যা মোছা: ফুল বেগম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com