সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান খাইরুন আইনজীবীর পোশাকে পিয়ার হাসি ভাইরাল, কী বলছেন অভিনেত্রী শনিবার সাপ্তাহিক ‘ছুটিই থাকছে’ প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু কাল, স্বপ্ন পূরণে হাওরপাড়ে খুশির ঢেউ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবীতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী  ৪০০ কেজির মিষ্টি কুমড়ায় নৌকা বানিয়ে ভাসালেন নদীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কি না, জানা যাবে শনিবারের মধ্যে
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ছাতকে করোনার ভয়াল থাবা, একদিনে শনাক্তে রেকর্ড

ছাতকে করোনার ভয়াল থাবা, একদিনে শনাক্তে রেকর্ড

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   সুনামগঞ্জের ছাতকে ক্রমশই বাড়ছে প্রাণঘাতী সংক্রামক ব্যাধি করোনার প্রকোপ। এ উপজেলায় গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ১২জন রোগী শনাক্ত হয়েছ। মঙ্গলবার (২ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরিক্ষা করে করোনা পজেটিভ বলে শনাক্ত হয়।
নতুন আক্রান্তরা জাউয়া বাজার ইউনিয়েনের, কৈতক, রাউলী, খিদ্রাকাপন, জাউয়া, লক্ষমসোম, হাবিদপুর ও সৈদেরগাওঁ গ্রামের বাসিন্দা। এদের মধ্যে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কৈতক ২০শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোজহারুল ইসলাম।

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, এ উপজেলায় এখন পর্যন্ত দুই জন ডাক্তারসহ মোট আক্রান্ত হয়েছেন ৩৯জন এর মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ও একজন মারা গেছেন।

এদিকে প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হলেও জনসাধারণের মধ্যে কোনো ধরনের সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। হাট বাজারে স্বাভাবিকের চেয়েও বেশি জনসমাগমে চলছে যানবাহন, কেনাকাটায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। মাস্ক না পড়ে বাজারে ঘুরছেন অনেকেই।

যানবাহনে অতিরিক্ত যাত্রী পরিবহন সাথে অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে। রাত পর্যন্ত চলছে হোটেল রেস্তোরাঁয় আড্ডা।

সামাজিক দূরত্ব বজায়ে প্রশাসনের তৎপরতাও আগের তুলনায় কমে গেছে বলে অভিযোগ করছেন সচেতন মহল। মাস্ক না পড়ার কারণে জরিমানা করলে জনসচেতনতা অনেকটা বাড়বে বলে দাবি করছেন তারা।

এব্যাপারে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী জানান, ছাতকে উদ্বেগজনক হারে করোনা রোগী শনাক্ত হচ্ছেন। যা মোটেও ভালো লক্ষণ নয়।

তিনি জানান নতুন আক্রান্ত সকলকে চিহ্নিত করে উপসর্গ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে।

সুত্রঃ সিলেটভিউ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com