শনিবার, ০৪ মে ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
তাহিরপুরে তিনজন করোনা রোগী শনাক্ত

তাহিরপুরে তিনজন করোনা রোগী শনাক্ত

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় আরো তিনজন করোনা সংক্রমনে আক্রান্ত।  আক্রান্তের  মধ্যে ২ জন নারী এবং ১ জন পুরুষ। যাদের গড় বয়স ২৫ এর মধ্যে। আক্রান্ত ২ জনের বাড়ি  উপজেলার বাদাঘাট (উ.) ইউনিয়নে এবং অপরজন দক্ষিণ বড়দল ইউনিয়নের ১ জন।
উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সূত্রে  জানা যায়, নতুন করে আক্রান্ত ২ নারী ঢাকার একটি গার্মেন্টসের পোষাক কারখানায় কাজ করতেন।

অপরজন হলেন প্রথমবারের মতো আক্রান্ত ৬ জনের মধ্যে ছয়জন। প্রথমবার আক্রান্ত ৬ জনের নমুনা পুনরায় পরীক্ষার জন্য  পাঠানো হলে এর মধ্যে ১ জনের ফলাফল পজিটিভ আসে।

সূত্র জানায়, উপজেলায় সর্বশেষ আজ (১৩ মে) পর্যন্ত ৮০ জনের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠালে গত ৫ মে ৬ জন এবং আজ ১৩ মে ৩ জনের ফলাফল পজেটিভ আসে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন করে আক্রান্তদের সকলকে আইসোলেশনে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সুত্রঃ সিলেটভিউ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com