সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
গার্মেন্ট টিইউসি : ঈদ বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবি

গার্মেন্ট টিইউসি : ঈদ বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবি

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
শ্রমিকদের সকল বকেয়া পাওনা ও আইন অনুসারে বেসিকের সমান ঈদ বোনাস অবিলম্বে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে গার্মেন্ট টিইউসির সভাপতি মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক জলি তালুকদার এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলমান মহামারি পরিস্থিতির আঘাতে নিম্ন আয়ের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে শ্রমিকদের আইনসঙ্গত পাওনাসমূহ পরিশোধ করা না হলে আক্ষরিক অর্থেই গার্মেন্ট শ্রমিকদের জীবন বাঁচানো সম্ভব হবেনা। তাই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে নিম্ন আয়ের মানুষের আয় কর্তনের নীতি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা।
নেতৃবৃন্দ বলেন, গার্মেন্ট টিইউসিসহ অন্যান্য শ্রমিক সংগঠন বছরের পর বছর শ্রমিকদের জন্য রেশন ও বাসস্থানের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু দেশে অদ্যবধি শ্রমিকের জন্য রেশন-বাসস্থান কিংবা অন্য কোন ধরণের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলা হয়নি। ফলে বেতন-ভাতাই দেশের শ্রমিকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এমতাবস্থায় চলমান করোনা মহামারি পরিস্থিতিতে শ্রমিকের হাতে অর্থ না পৌঁছালে তার পক্ষে বাড়ি ভাড়া এবং খোরাকি ব্যয় যোগান দেওয়া সম্ভব হবে না। এতে গার্মেন্ট শিল্পের দক্ষ শ্রমশক্তি দীর্ঘমেয়াদি ক্ষতির শিকার হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকের ঈদ বোনাস প্রসঙ্গে শ্রম মন্ত্রণালয়ের ডাকা ত্রি-পক্ষীয় সভায় গার্মেন্ট টিইউসিসহ অন্যান্য শ্রমিক সংগঠনসমূহ আইন অনুসারে বেসিকের সমান ঈদ বোনাস পরিশোধের দাবি তুলে ধরে।
কিন্তু মালিকপক্ষ তা পরিশোধে অপারগতা প্রকাশ করে। এই প্রেক্ষিতে বেসিকের সমান ঈদ বোনাস, মার্চ ও এপ্রিলের বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবিতে আগামীকাল ১৫ মে শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা অনুষ্ঠিত হবে।

সুত্রঃ কালের কন্ঠ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com