শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
বজ্রপাতে একদিনে প্রাণ গেলো ৯ জনের শান্তিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় শান্তিগঞ্জের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের শেখ শফিকুল ইসলাম মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া শাকিবের তৃতীয় বিয়ে ইস্যুতে বুবলীকে খোঁচা দিয়ে যা বললেন অপু বিশ্বাস শান্তিগঞ্জে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী  প্রাথমিক বিদ্যালয় খুলবে রোববার উপজেলা নির্বাচন: কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে আমাদের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমাতে পারে: প্রধানমন্ত্রী
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
‘কোভিড-১৯’র উৎপত্তি চীনে’ ট্রাম্পের বক্তব্য নাকচ খোদ সিআইএর

‘কোভিড-১৯’র উৎপত্তি চীনে’ ট্রাম্পের বক্তব্য নাকচ খোদ সিআইএর

অনলাইন ডেস্কঃ   
চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়েছে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যনাকচ করে দিয়েছে খোদ দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ।
সংস্থাটি স্থানীয় সময় বৃহস্পতিবার বলেছে, তারা নিশ্চিত হয়েছে করোনাভাইরাস মানবসৃষ্ট নয়।এমনকি এটি জিনগত কারিগরির মাধ্যমে তৈরিকরা হয়নি।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পুরো গোয়েন্দা গোষ্ঠী চীন থেকে উদ্ভূত কোভিড-১৯ এরব্যাপারে মার্কিন নীতিনির্ধারক এবং প্রতিক্রিয়াদানকারীদেরকে ধারাবাহিকভাবে সমালোচনা করে আসছে ।
‘একই সঙ্গে গোয়েন্দা সম্প্রদায়, বৈজ্ঞানিক ঐকমত্যের সঙ্গে মিলিয়ে ঘোষণা করছে যে, কোভিড-১৯ ভাইরাস মানবসৃষ্ট নয় বা জিনগতভাবেসংশোধিত হয়নি’ যোগ করা হয় বিবৃতিতে।
বুধার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, তথ্যপ্রমাণ দেখে তার মধ্যে ‘উচ্চমাত্রার আত্মবিশ্বাস’ সৃষ্টি হয়েছে যে উহানইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই ভাইরাসটি ছড়িয়েছে।এ বিষয়ে তার কাছে প্রমাণ আছে বলেও দাবি তার।
সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয় যে, তিনি কীসের ভিত্তিতে চীন থেকেই এই ভাইরাস ছড়ানো হয়েছে বলে দাবি করছেন? এরজবাবে ট্রাম্প জানিয়েছেন তার কাছে এমন কিছু প্রমাণ আছে যা নিশ্চিত করে যে, কোভিড-১৯ এর উৎস চীনের উহান ইনস্টিটিউট অবভাইরোলজি।
‘হ্যাঁ আমার কাছে এর প্রমাণ আছে’, বলেন ট্রাম্প।
সাংবাদিকরা কী প্রমাণ আছে সেকথা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন. ‘সেসব আমি আপনাদের সামনে বলতে পারি না।’
করোনা ছড়ানোর জন্য ক্ষতিপূরণ চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীনের থেকে শুধু ক্ষতিপূরণ আদায় করাই নয়, আরও কঠিনপদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র।
ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র চীনের ক্ষেত্রে আমদানি শুল্ক বহুগুণ বাড়িয়ে দেয়ার কথা ভাবছে। পাশাপাশি ওই দেশ এমনও হুঁশিয়ারি দিয়েছে যে, চীনযদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না চলে তবে তাদের সঙ্গে সব ধরণের বাণিজ্য চুক্তিও শেষ করে দেবে ওই দেশ।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে হারানর জন্যে চীন যেকোনো পথই অবলম্বনকরতে পারে। চীন করোনাভাইরাস পরিস্থিতিতে যেভাবে আচরণ করছে, তারই প্রমাণ যে এর পিছনে তাদের হাত আছে।
চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই কোনো দেশ।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। করোনার প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থাওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৮২৯। অপরদিকে একদিনেই মারা গেছে ২হাজার ২০১ জন।
বুধবার যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছিল ২,৫০২ জনের। আর মঙ্গলবার মৃত্যু সংখ্যা ছিল ২,২০৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২১০ এবং মারা গেছেন ৬৩ হাজার ৮৬১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫৫ হাজার ৭৩৭ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com