শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বই আর বয়ঃসন্ধির বাইসাইকেল

বই আর বয়ঃসন্ধির বাইসাইকেল

জুন মাসের মাঝামাঝি সময়। ক্লাস এইটের বৃত্তি দিছে। বৃত্তির খামটা হাতে নিয়াই টিফিনের সময় ক্লাস ফাঁকি!

বাসে উঠে সোজা সিলেট।

তখন বইয়ের সাথে বেসাতি,সন্ধ্যায় কবিতা তো রাতে ফিকশন ; অগ্রজের কালেকশন, দোসর চিত্রা চেতনা কুঠির – সময় মন্দ না;বই আর বয়ঃসন্ধির বাইসাইকেল! সেইসব দিন আজ সপ্নের মতো মনে হয়!

দোলন দা’র কাছ থেকে শুনলাম – ‘বইপত্র’র কথা।
সেসময় বইপত্র সিলেটের সবচেয়ে অভিজাত লাইব্রেরি,আমার কাছে তো এখনও। বাউল সম্রাট শাহ আবদুল করিম, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক,আসাদ চৌধুরী, মমিনুল মউজদীন আর কতজনের স্মৃতি ধরে আছে- ‘বইপত্র’।

বাস থেকে নেমে কিছু সময় পরেই তুমুল বৃষ্টি; দারুণ ঝামেলা! রাস্তাও জানা নাই, এর আগে শহরে আসছিলাম আব্বা- আম্মার সাথে দরগাহ ঘুরতে। অনেক ঝামেলা শেষে রাজা ম্যানশনের দ্বিতীয় তলায়,’বইপত্র’!
ভিজে জবুথবু হয়ে ঢুকলাম ভেতরে,বইপত্র নিয়ে তখন এমনিতেই একটা দূর্বলতা আছে,তার উপর দেখলাম চার দেয়ালের সবটা জুড়ে বইয়ের দালান; অবস্থা পুরাটাই বেগতিক!
শুভেন্দু ইমাম আরো কয়েকজনকে নিয়ে বসা ছিলেন, ডাক দিলেন –
-“কি বই দরকার তোমার?”
– “হুম,কবিতা। ”
– “তুমি কবিতা লেখ নাকি!”
-“হুম!”( লজ্জায় আমার ফর্সা গাল- কপাল সব লাল)

কাঁধে হাত রেখে তিনি দেখিয়ে দিলেন – “কবিতার বই ঐ দিকে,দেখ তুমি।”
বিকালের দিকে বসছিলাম, এশার নামাজের আজানের সময় টনক ফিরল- রাত হয়ে গেল যে,বাড়ি যেতে হবে, উফ, আটচল্লিশ কিলো…ধ্যাত!

বাসস্ট্যান্ডের শেষ বাসটায় উঠলাম তারপর।
সাথে নিয়ে ফিরছি-বইপত্রের সিল মারা ব্যাগবন্দি- জীবনানন্দ,আল মাহমুদ,শামসুর রাহমান,শামসুল হক,নির্মলেন্দু আর শহীদ কাদরী!

তারপর আরো আরো ক্লাস ফাঁকি…সাথে আসে – রবিঠাকুর, নজরুল,হেলাল হাফিজ, চেতন ভগত, হেমিংওয়ে, অরওয়েল,কামু,কাফকা,তুর্গেনেভ…
-বিশ্ব বই দিবস

তেইশে এপ্রিল, করুনাবর্ষ।
লেখক: গুলশান ইকারুস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com