রবিবার, ১৯ মে ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দিরাই’র সকল কে ধান কাটায় সহযোগিতা করার আহবান নির্বাহী কর্মকর্তার

দিরাই’র সকল কে ধান কাটায় সহযোগিতা করার আহবান নির্বাহী কর্মকর্তার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ  আগাম বন্যার হাত থেকে হাওরের ধান রক্ষা করতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ। রোববার রাতে Uno derai আইডি থেকে এ আহবান জানান। তা পাঠকদের জন্য তা তুলে ধরা হলো

প্রিয় দিরাইবাসি, চলুন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আবার আরেকটি যুদ্ধে নামি!!!! যেমনটা নেমেছিল ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে!!!! জি হ্যাঁ। করোনা পরবর্তী পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে খাদ্যের অভাব দেখা দিতে পারে, এবং তা দুর্ভিক্ষে পরিনত হতে পারে যদি আমরা সুনামগঞ্জের হাওরের ধান ঘরে তুলতে না পারি।
আবহাওয়ার পূর্বাভাস এবং সুনামগঞ্জের চিরাচরিত নিয়মানুযায়ী প্রতি তিন বছরে আগাম বণ্যা হয়। আগামী ২৭ এপ্রিলে সেইরকম পূর্বাভাস রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এর আগেই যেভাবেই হোক ধান ঘরে তুলতে হবে।
আজ মান্যবর বিভাগীয় কমিশনার স্যার, সুনামগঞ্জে এক বিশেষ সভায় নিম্ন বর্নিত কঠোর নির্দেশনা দিয়েছেনঃ
১. শ্রমিকের অভাব পূরণ করতে ;
ক) আনসার ভিডিপির জনবল
খ) সেচ্ছাসেবী দল
গ) স্কাউট
ঘ) প্রাইমারি, মাধ্যমিক শিক্ষক
ঙ) অকৃষি শ্রমিক (রিকশা/সি এন জি/লেগুনা/ প্রাইভেট গাড়ি চালক)
চ) ছাত্রলীগের কর্মী
ছ) বিভিন্ন সমিতি
অবশ্যই ধান কাটার কাজে সহযোগিতা করতে হবে।

কিভাবে এবং কোথায় সাহায্য করবেন তা জানার জন্য উপজেলা কৃষি অফিসার ( মনিরুজ্জামান +880 1712-653740) সাহেবের সাথে দ্রুত কালই যোগাযোগ করুন।
সার্বিক সহযোগিতায় আমি থাকবই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com