শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ইতালিতে করোনায় মৃত্যু সংখ্যা ২২ হাজার ছাড়াল

ইতালিতে করোনায় মৃত্যু সংখ্যা ২২ হাজার ছাড়াল

অনলাইন ডেস্কঃ  
ইতালিতে করোনার আঁতুড়ঘর লমবার্ডি শহর ছাড়া অন্য সব শহরে লকডাউন অনেকটা শিথিল হয়েছে। পাঁচ সপ্তাহ পর খুলতে শুরু করেছে দোকানপাট। যদিও দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় লাগাম টেনে ধরা যায়নি।
গত ২৪ ঘণ্টায় আরও ৫২৫ জনের প্রাণ কেড়ে নিল করোনা। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৭০ জন।
বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান নিয়ে তথ্য দেয়া আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন। মারা গেছেন ২২ হাজার ১৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।
ইতালির সিভিল প্রটেকশন এজেন্সির বরাত দিয়ে বৃহস্পতিবার তুরস্কভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু জানিয়েছে, দেশটিতে একদিনে নতুন রোগী ১ দশমিক ১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। তবে এদিন সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বেড়েছে। এছাড়া টানা ১৩তম দিনের মতো কমেছে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা।
দেশটির বিশেষজ্ঞদের মতে, লকডাউন ও অন্যান্য নির্দেশনা যথাযথ মেনে চলায় আক্রান্ত ও মৃত্যু হার কমেছে।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com