রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দক্ষিণ সুনামগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ওসি হারুনুর রশীদ চৌধুরী

দক্ষিণ সুনামগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ওসি হারুনুর রশীদ চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ সারা বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। দেশে দেশে বিরাজ করছে করুনা আতংক। স্কুুল, কলেজ, মাদ্রাসা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,গণপরিবহন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অফিস আদালতে চলছে ছুটি।

সারা বিশ্বের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জের নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত ও দিনমজুর মানুষ যখন গৃহবন্দী ঠিক সেই দূর্যোগপূর্ণ মুহুর্তে দক্ষিণ সুনামগঞ্জের হতদরিদ্র, অসহায়, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

বৃহস্পতিবার দিনব্যাপী সুনামগঞ্জ পুলিশ সুপার’র উৎসাহ উদ্দীপনায় মানবিক দিক বিবেচনা করে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নিজ উদ্যোগে ও প্রবাসী আত্মীয়ের সহযোগিতায় যৌথভাবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ২ শতটি পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াজ, তেল সহ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

সকাল থেকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভিট অফিসার নিজ নিজ ভিটে খাদ্য সামগ্রী হতদরিদ্র, অভাবগ্রস্থ, মধ্যবিত্ত লোকজনদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছেন।

ইতিপূর্বে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর উদ্যোগে আরোও ১শত ৭২টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. ইকবাল বাহার, এসআই মো: আলা উদ্দিন, এসআই মো. জয়নাল আবেদীন, এসআই জহিরুল ইসলাম তালুকদার, এসআই আনোয়ার হোসেন, এসআই তারিকুল ইসলাম, এসআই বাবুল হাওলাদার, এসআই মাসুদ মিয়া, এসআই নাজিম উদ্দিন, এএসআই প্রনয় নাল, এএসআই জাহাঙ্গীর আলম ভূইয়া, এএসআই নিপেশ, এএসআই সমীরন সহ থানা পুলিশের ফোর্সবৃন্দ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন,বর্তমান ক্রান্তিকালে আমরা সার্বক্ষনিকভাবে নিজের জীবন বাজি রেখে মাঠে আছি এবং নিজের সাধ্য অনুযায়ী হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাড়িয়েছি। এই দুর্যোগময় মুহুর্তে খেটে খাওয়া বেকার মানুষের পাশে সরকারের পাশপাশি সমাজের বিত্তবানদেরও দাড়ানো প্রয়োজন। দেশ ও দেশের জনগনের কথা বিবেচনা করে সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com