রবিবার, ০৫ মে ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দিরাইয়ে অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

দিরাইয়ে অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের দিরাইয়ে পৌরসভার মজলিশপুরে অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌরসভার মজলিশপুর গ্রামের রিকসা চালক, দিনমজুর, ভ্যানচালকের বাড়ি বাড়ি গিয়ে ২০ টি পরিবারকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় ৫ কেজি চাল, ১ কেজি মুসুরী ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি লবণ দেওয়া হয়।

জানা যায়, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাস রানার উদ্যোগে তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমীন, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাঁসি দাস, সহকারী গ্রন্থাগার গৌরাঙ্গ পদ সরকার, দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সুবীর চন্দ্র দাস, সমাজসেবা অধিদফতরের সিএসপিবি প্রকল্পের সমাজকর্মী হিল্লোল পুরকায়স্থ এবং দিরাই উপজেলা প্রশাসনের অফিসিয়েটিং সিএ কাম ইউডিএ স্বপন কুমার দাসের আর্থিক সহযোগীতায় জরুরী তহবিল গঠন করে করোনায় ক্ষতিগ্রস্তদের এ সহযোগীতা প্রধান করা হয়েছে।

এ বিষয়ে উদ্যোক্তারা বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় ও গরীব মানুষের মাঝে আমরা আমাদের সামর্থ্যমত সাহায্য করছি। শুধুমাত্র সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com