শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
বজ্রপাতে একদিনে প্রাণ গেলো ৯ জনের শান্তিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় শান্তিগঞ্জের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের শেখ শফিকুল ইসলাম মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া শাকিবের তৃতীয় বিয়ে ইস্যুতে বুবলীকে খোঁচা দিয়ে যা বললেন অপু বিশ্বাস শান্তিগঞ্জে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী  প্রাথমিক বিদ্যালয় খুলবে রোববার উপজেলা নির্বাচন: কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে আমাদের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমাতে পারে: প্রধানমন্ত্রী
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
করোনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, আক্রান্ত বেড়ে ৪৭১৫৩৯

করোনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, আক্রান্ত বেড়ে ৪৭১৫৩৯

অনলাইন ডেস্কঃ  
করোনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ছবি সিএনএন।
প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এই সংক্রমণে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে সাড়ে চার লাখেরও বেশি মানুষ।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বৃহস্পতিবার বেলা ১১ টা ১৫ মিনিট পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২১ হাজার ২৯৬ জন। আর আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৫৩৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৪ হাজার ৬৯৪ জন।
করোনাভাইরাসের জরিপ পর্যালোচনাকারী সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪ লাখ ৭১ হাজার ৪০০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২১ হাজারের বেশি মানুষ। আর ১ লাখ ১৪ হাজার মানুষ সেরে উঠেছেন আক্রান্ত হওয়ার পর।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।
১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করেছে করোনাকে।
ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনে। সেখানে মোট ৮১ হাজার ২১৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজার ২৮১ জনের। তবে মৃতের হিসেবে চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা সাত হাজার ৫০৩ জন। আর আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন।
মৃতের হিসাবে চীনকে পেছনে ফেলে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫১৫। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৬৪৭ জনের।
স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইরানে। দেশটিতে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ১৭ জন। এর মধ্যে দুই হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রেও করোনা শক্ত আঘাত হেনেছে। আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৯৭ জন। মারা গেছেন এক হাজারের বেশি মানুষ।
প্রতিবেশী দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ৬৫৭ জন। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে আক্রান্ত হয়েছে এক হাজার ৬৩ জন। এর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে।
আর বাংলাদেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। আক্রান্ত হয়েছেন ৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com