রবিবার, ০৫ মে ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ভারতে মাওবাদী হামলায় ১৭ জওয়ান নিহত

ভারতে মাওবাদী হামলায় ১৭ জওয়ান নিহত

অনলাইন ডেস্কঃ  
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের ভয়াবহ হামলায় ১৭ জওয়ান নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। ছত্তিশগড়ের সুকমা জেলার মিনপা জঙ্গলে শনিবার উভয়পক্ষের মধ্যে ওই সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
খবর পেয়ে রোববার পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। নিহত জওয়ানদের মধ্যে এসটিএফ ও ডিআরজি জওয়ান রয়েছে।
নিহত ১৭ জওয়ানের মধ্যে ১২ জনই ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)। স্থানীয় তরুণদের দ্বারা গঠিত ওই বাহিনী মাওবাদীর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর বাহিনী।
হামলাকারী মাওবাদীরা জওয়ানদের ১৫টি অস্ত্র লুট করে নিয়ে গেছে, যার মধ্যে একে-৪৭, ইনসাস, এলএমজি ও ইউবিজিএল রয়েছে।
সুকমার মিনপা জঙ্গলে শনিবার দুপুর আড়াইটার দিকে তল্লাশি অভিযান চলাকালীন মাওবাদীদের সঙ্গে পুলিশ, কোবরা ও এসটিএফের যৌথ বাহিনীর সংঘর্ষ হয়।
যৌথ বাহিনীতে এ সময় ৬০০ জওয়ান ছিল। উভয়পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলির পর ১৪ জওয়ান গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে অনেক জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আহত ১৪ জওয়ানকে গতকালই হেলিকপ্টারের সাহায্যে ঘটনাস্থল থেকে ৪০০ কিলোমিটার দূরে চিকিৎসার জন্য রাইপুরে নিয়ে আসা হয়।
নিখোঁজ জওয়ানদের উদ্দেশে রোববার সকালে ফের ওই এলাকায় তল্লাশি অভিযানে যায় পুলিশ। সেখান থেকেই নিখোঁজ ১৭ জওয়ানের লাশ উদ্ধার করা হয়।
তাদের সঙ্গে থাকা ১৫টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের খোঁজ পাওয়া যায়নি। ছত্তিশগড় পুলিশের ডিজিপি ডিএম অবস্থি বলেন, কমপক্ষে ৩০০ মাওবাদী ছিল ওই দলে।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে। গুলিতে অনেক মাওবাদী আহত হলেও কারও লাশ উদ্ধার হয়নি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com