শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
মোদির প্রস্তাবে শেখ হাসিনার সাড়া

মোদির প্রস্তাবে শেখ হাসিনার সাড়া

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
করোনাভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সের উদ্যোগকে বাংলাদেশ সমর্থন জানিয়েছে।
আজ ‌শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তাঁর বাসায় ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে আলোচনা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান।
একে আব্দুল মোমেন বলেন, এখন পর্যন্ত পাকিস্তান ছাড়া এ প্রস্তাবে সার্কের সব দেশ সমর্থন জানিয়েছে। বাংলাদেশ এতে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে। দু-এক দিনের মধ্যেই ভিডিও কনফারেন্সের কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর মতে, সার্কভুক্ত সব দেশের ‌রাজনৈতিক নেতৃত্ব অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তাই পাকিস্তানও এ প্রক্রিয়ায় যুক্ত হবে।
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী এ অঞ্চলের এবং সারা বিশ্বে বিরাজমান এই সংকট উত্তরণে এখন পর্যন্ত প্রস্তাব সাড়া দানকারী নেতাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন।
করোনাভাইরাসের মোকাবিলায় সার্ক সদস্য দেশের নেতাদের একজোট হয়ে মোকাবিলার সুপারিশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার একাধিক টুইটে এই প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, করোনা মোকাবিলায় সার্ক সদস্যদেশের নেতারা উপযুক্ত কৌশল তৈরি করুন। কীভাবে সেই কৌশল বা উপায়ের খোঁজ পাওয়া যেতে পারে, মোদি তারও হদিস দিয়েছেন।
ভারত থেকে ২৩ বাংলাদেশি ফিরছে শনিবার
দিল্লিতে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে আজ শনিবার দুপুরে ‌ফিরছেন ২৩ বাংলাদেশি। ভারতের নাগরিকদের পাশাপাশি গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ওই নাগরিকদের চীনের উহান থেকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দিল্লিতে নেওয়া হয়।
দিল্লি থেকে জানা গেছে, গতকাল শুক্রবার চিকিৎসকের সনদপত্র পাওয়ার পর ২৩ বাংলাদেশি দেশে ফিরছেন। তারা সবাই সুস্থ আছেন।
স্পেনে আক্রান্ত ৮ বাংলাদেশি
স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশের ৮ নাগরিক কোভিড১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী এ তথ্য জানিয়েছেন।
আক্রান্তদের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার এক দম্পতি ও যশোরের একজন। অন্যদের বিষয়ে কিছু জানা যায়নি। ঢাকার দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ নিয়ে জানতে চাইলে মাদ্রিদে বাংলাদেশের উপ–রাস্ট্রদূত হারুন আল রশিদ আজ মোবাইলে প্রথম আলোকে বলেন, এখানে ‌বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের নেতারা ৮ বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে আমরা গনমাধ্যমে প্রতিবেদন দেখেছি। এ বিষয়ে আমরা ‌বিস্তারিত খোঁজ নিচ্ছি। আক্রান্ত লোকজন পরিচয় গোপন করতে চান বলে আমাদের জানানো হয়েছে।
তিনি জানান, ইতালিতে কোভিড ১৯ সংক্রমণের পরিপ্রেক্ষিতে দূতাবাস একটি হটলাইন চালু করেছে। কিন্তু এখন পর্যন্ত কেউ ওই হটলাইনে কোনো তথ্য জানায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com